কলকাতা: কলকাতা ও শহরতলিতে আগামী ৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২১ সেপ্টেম্বর ধর্মঘট পালন করবে হলুদ ট্যাক্সি সংগঠনগুলি। ভাড়া বৃদ্ধির দাবিতে তাঁদের এই ধর্মঘট। আগেই রাজ্য সরকারের কাছে ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে ট্যাক্সি সংগঠনগুলি।
তবে এখনও পর্যন্ত রাজ্যের তরফে সদুত্তর না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ট্যাক্সিমালিকরা। দাবি আদায়ে এখনও রাজ্যের সঙ্গেই আলোচনায় বসতে চান তাঁরা। আগে ৭ সেপ্টেম্বর ট্যাক্সি ধর্মঘট ডাকা হলেও এবার ধর্মঘটের দিন আরও খানিকটা পিছনো হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাক্সি সংগঠনগুলি।
করোনা পরিস্থিতির জেরে একটানা লকডাউনে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত ট্যাক্সিমালিকরা। এর ওপর ডিজেলের দাম-বৃ্দ্ধির জেরে ঘোর সংকটে ট্যাক্সিমালিকরা। ভাড়া বৃদ্ধির দাবিতে ট্যাক্সিমালিকরা। রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে হলুদ ট্যাক্সি সংগঠনগুলি।
তবে রাজ্যের তরফে ভাড়া বৃদ্ধি নিয়ে এখনও কোনও সদুত্তর দেওয়া হয়নি বলে দাবি ট্যাক্সি ইউনিয়নগুলির। সেই কারণেই ধর্মঘটের দাবিতে অনড় তাঁরা। রাজ্য সরকার ভাড়া বৃদ্ধি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিক, এমনই দাবি ট্যাক্সিমালিকদের।
ট্যাক্সি ইউনিয়নের তরফে জানানো হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বরের বদলে ২১ সেপ্টেম্বর ২৪ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘট হবে রাজ্যজুড়ে। ইউনিয়নের নেতাদের অভিযোগ, ডিজেলের দাম বেড়ে গেলেও ভাড়া বৃদ্ধির ব্যাপারে সরকার কোনও ভাবনাচিন্তা করছে না।
আগেই হলুদ ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়কে চিঠি পাঠিয়েছে ট্যাক্সি ইউনিয়ন। এমনকী পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও একই দাবি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে রাজ্যের তরফএ ভাড়া বৃদ্ধি নিয়ে স্পষ্ট করে কিছু না জানানোয় ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ট্যাক্সিমালিকরা।