সামাজিক দূরত্ব বজায় রাখতে নয়া কৌশল নিচ্ছে রেল কর্তৃপক্ষ। প্রবেশ ও বেরনোর পথে বসানো হচ্ছে চলমান সিঁড়ি ও লিফট।
করোনা মহামারির জেরে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। লকডাউন শেষে আনলক ফোরে লোকাল চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। তাই সংক্রমণ রুখতে প্রবেশ ও বেরনোর পথে বসানো হচ্ছে চলমান সিঁড়ি ও লিফট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাওড়ার ডিআরএম ইশাক খান জানিয়েছেন, হাওড়ার শহরতলির ছটি স্টেশনে বসানো হচ্ছে চলমান সিঁড়ি ও আরও ছটি স্টেশনের লিফট বসানো হচ্ছে।
জানা গিয়েছে,ব্যান্ডেল, বর্ধমান, রামপুরহাট সহ আরো তিনটি স্টেশনে চলমান সিঁড়ি বসানোর কাজ চলছে। এছাড়া, লিলুয়া, নবদ্বীপ, আজিমগঞ্জ, ডানকুনি সহ আরও দুটি স্টেশনে বসানো হচ্ছে লিফট। পরে অন্য স্টেশন গুলিতেও এই স্বাচ্ছন্দ্য দেওয়া হবে বলে জানা গিয়েছে।
তবে শিয়ালদহ স্টেশনে দু’টি চলমান সিঁড়ি ছাড়া রোডসাইড স্টেশনগুলোতে কাজ শুরু হয়নি। ডিআরএম এসপি সিং জানিয়েছেন, অর্থের অভাবে কাজ শুরু করা যায়নি। তিনি জানিয়েছেন, ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চালু হলে শুধুমাত্র যাদের কাছে বৈধ টিকিট থাকবে তাঁদের প্ল্যাটফর্ম চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে।
এদিকে, সামাজিক দূরত্ব বজায় রাখতে শিয়ালদহ স্টেশনে হলুদ রঙের রং, তুলি দিয়ে তৈরি হচ্ছে গোলাকার বৃত্ত। শুধু শিয়ালদহ স্টেশন নয়, বনগাঁ, হাসনাবাদ সহ অন্যান্য স্টেশন গুলিতেও একই ছবি দেখা যাচ্ছে। তবে এখনই লোকাল ট্রেন চলাচলের কোনও সম্ভবনা নেই বলেই রেল কর্মীদের একাংশ জানিয়েছেন।