আনলকের চতুর্থ পর্যায়ে চালু হচ্ছে মেট্রো পরিষেবা। দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে সেই প্রস্তুতি।
বুধবারই সেই গাইডলাইন দিল কেন্দ্রীয় সরকার। ধাপে ধাপে মেট্রো পরিষেবা শুরু করতে বলেছে কেন্দ্র। ৭ সেপ্টেম্বর থেকেই দিল্লিতে মেট্রো চালু হবে। ১২ সেপ্টেম্বরের মধ্যে সব লাইনে পরিষেবা চালু করে দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। দেশের ১৫টি মেট্রো কর্পোরেশনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর গাইডলাইনস প্রকাশিত হয়েছে।
সেখানে বলা হয়েছে কোনও স্টেশন যদি কন্টেনমেন্ট জোনে থাকে, তাহলে সেটা বন্ধই থাকবে। প্রাথমিক ভাবে অল্প কিছুক্ষণ পরিষেবা শুরু করলেও ১২ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পরিষেবা চালু করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।
এসওপি-তে বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তার জন্য স্টেশনে ও ট্রেনের মধ্যে দাগ কেটে রাখতে হবে যেখানে দাঁড়ানো যাবে। এছাড়াও মাস্ক পরা বাধ্যতামূলক হবে। কেউ না পরে এলে তাঁকে টাকা দিয়ে স্টেশন চত্বর থেকে মাস্ক কিনতে হবে যাত্রার জন্য।
টোকেন উঠিয়ে দেওয়া হচ্ছে না। তবে স্মার্ট কার্ড ও অনলাইন পেমেন্টের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। বাতানুকুল ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে যাতে যতটা সম্ভব তাজা হাওয়া প্রবেশ করে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষকে যোগাযোগ রাখতে বলা হয়েছে যাতে খুব বেশি লোকারণ্য না হয় স্টেশনের বাইরে।
এর মধ্যে মহারাষ্ট্র বলে দিয়েছে তারা অক্টোবর অবধি মেট্রো পরিষেবা চালু করবে না। দেশের মধ্যে সবচেয়ে বেশি কোভিড কেস আছে ওই রাজ্যে।