ভারতে কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ থামছেই না। বাড়তে বাড়তে ভারতে ৩৭ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩৬,৯১,১৬৭-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১৯ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯,৯২১ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৫,২৮৮ জন এবং মোট সংক্রমিত ৩৬,৯১,১৬৭ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৮,৩৯,৮৮৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ৮৫ হাজার ৯৯৬।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৬৫,২৮৮ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪৬ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৩,৯৬৯ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৭ জন, অসমে ৩০৬ জন, বিহারে ৫৮২ জনের, চন্ডীগড়ে ৫৬ জন, ছত্তিশগড়ে ২৭৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৪৪৪ জনের, গোয়া ১৯২ জন, গুজরাটে ৩,০২০ জনের, হরিয়ানায় ৬৮৯ জনের, হিমাচল প্রদেশে ৩৮ জনের, জম্মু-কাশ্মীরে ৭০৩ জনের, ঝাড়খণ্ডে ৪১৭ জনের, কর্ণাটকে ৫,৭০২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২৯৪ জন, লাদাখে ৩৪ জন, মধ্যপ্রদেশে ১,৩৯৪ জন, মহারাষ্ট্রে ২৪,৫৮৩ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ২৮ জন, মেঘালয়ে ১০ জন, নাগাল্যান্ডে ৯ জন, ওডিশায় ৪৯২ জনের, পুদুচেরিতে ২২৮ জন, পঞ্জাবে ১,৪৫৩ জন, রাজস্থানে ১,০৫৬ জনের, সিকিমে ৩ জন, তামিলনাড়ুতে ৭,৩২২ জন, তেলেঙ্গানায় ৮৩৬ জন, ত্রিপুরায় ১১৩ জন, উত্তরাখণ্ডে ২৬৯ জন, উত্তর প্রদেশে ৩,৪৮৬ জন এবং পশ্চিমবঙ্গে ৩,২২৮ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৭৭ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৬.৯৪ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২১.২৯ শতাংশ মানুষ।
2020-09-01