আনলক ফোরের প্রথম দিনেও অব্যাহত করোনার ত্রাস। গত কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যাটা এদিন উল্লেখযোগ্যভাবে কমলেও তা মোটেই স্বস্তিদায়ক জায়গায় পৌঁছায়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার কবলে পড়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। আরও উদ্বেগ বাড়িয়ে মৃতের সংখ্যাটা পেরিয়েছে ৬৫ হাজারের গণ্ডি। এই মুহূর্তে মৃতের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে ভারত।
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৯ হাজার ৯২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ৮ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৯১ হাজার ১৬১ জন। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন ৬৫ হাজারের কাছাকাছি মানুষ। যা খানিকটা স্বস্তি জোগাচ্ছে। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৩৯ হাজার ৮৮৩ জন। তবে দেশে এখনও প্রায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯৯৬ জন করোনা রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮১৯ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫ হাজার ২৮৮ জন। মোট মৃতের সংখ্যার নিরিখেও এখন তৃতীয় স্থানে ভারত। সংখ্যা বাড়লেও দেশের মৃত্যুহার আরও খানিকটা কমেছে। এই মুহূর্তে দেশে মৃত্যুহার ১.৮০ শতাংশের আশেপাশে। তবে গত দুদিন ধরে আগের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যাটা খানিকটা হলেও কম হচ্ছে। সেটার কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়।