ত্রিপুরায় লুকোচুরি খেলার নাম করে তৃতীয় শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ! অভিযুক্ত ৭ নাবালক

করোনাকালেও (CoronaVirus) ধর্ষকের কবল থেকে রেহাই পেল না ৮ বছরের নাবালিকা। লুকোচুরি খেলার নাম করে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৭ নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরায় (Tripura)।


স্থানীয় সাব-ডিভিশনাল পুলিশ অফিসার প্রিয়া মাধুরী মজুমদার (Priya Madhuri Majumder) জানান, ৭ জনের বিরুদ্ধে নাবালিকার বাবা থানায় গণধর্ষণের অভিযোগ জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলার নাবালিকার বাড়ি। স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল তৃতীয় শ্রেণির ওই ছাত্রী। সেই সময় লুকোচুরি খেলার নাম করে তাকে গণধর্ষণ করে ৭ নাবালক। বাড়িতে এসে মা-বাবাকে বিষয়টি জানায় নাবালিকা। মেয়ের কথা শুনেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। ৭ জনের মধ্যে ৪ জন অভিযুক্তকে জুভেনাইল হোমে রাখা হয়েছে। ২ জন নাবালকের করোনা (COVID-19) পরীক্ষার ফল পজিটিভ আসায় তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। আরেক অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নাবালিকারও মেডিক্যাল পরীক্ষা করানো হবে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নাবালিকের মানসিক পরিস্থিতিরও খেয়াল রাখা হচ্ছে।


ত্রিপুরার পাশাপাশি নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে
র (Uttar Pradesh) মহারাজগঞ্জ জেলাতেও। স্থানীয় সোহাগি বারওয়া বন্যপ্রাণী সংরক্ষিত (Sohagi Barwa Wildlife Sanctuary) এলাকার জঙ্গলে ১২ বছরের কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার থেকে নিখোঁজ ছিল স্থানীয় ওই কিশোরী। মৃতদেহের প্রাথমিক ময়নাতদন্তের পর তার শরীরে ধর্ষণের প্রমাণ মিলেছে। ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর মৃতদেহ চূড়ান্ত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.