জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি।
শনিবার রাত থেকে শুরু হওয়া জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে তিনজন
জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে।
গোপন সূত্র থেকে খবর পেয়ে শ্রীনগরের পান্থ চকে
তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ, সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন
গ্রুপের জওয়ানরা। গোটা এলাকাটি ঘিরে ধরে তল্লাশি অভিযান চলতে থাকে। তল্লাশিরত জাওয়ানদের
দেখামাত্র গুলি চালায় জঙ্গীরা। শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই।নিরাপত্তা বাহিনীর
গুলিতে নিহত তিন জঙ্গি। জানা গিয়েছে শহীদ হয়েছেন এক পুলিশ কর্মী। পুলিশের তরফ থেকে
জানানো হয়েছে, শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন জঙ্গি খতম হয়েছে। এক পুলিশকর্মী
প্রাণ হারিয়েছে। গুলি বিনিময় এখনো চলছে।
নিহত পুলিশ কর্মীর নাম বাবু রাম।সে এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মরত
ছিল।