করোনা সংকটকালের মধ্যে কৃষিক্ষেত্রে ভাল ফলনের জন্য কৃষকদের প্রশংসা
করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ঋকবেদে খাদ্য সরবরাহকারী কৃষকদের প্রশস্তি
রয়েছে।
করোনা পরিস্থিতির মধ্যেও কৃষকেরা নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। গত বছরের
তুলনায় এ বছরের খারিফ শস্যের ফলন সাত শতাংশ বেশি হয়েছে। গত বছরের তুলনায় ধানের ফলন
এ বছর ১০ শতাংশ বেশি হয়েছে, ডালের ফলন হয়েছে ৫ শতাংশ বেশি।গম তিন শতাংশ বেশি ফলন
হয়েছে। সর্ষের ফলন হয়েছে ১৩ শতাংশ বেশি। এর জন্য দেশের প্রতিটা কৃষককে অভিনন্দন জানাই।
তাদের প্রতি কুর্নিশ রইল।
ওনাম উৎসবের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জানিয়েছেন, আমাদের সমাজ এবং জীবন কৃষির শক্তিতে এগিয়ে চলেছে। উৎসবের প্রকৃত রং কৃষকদের
পরিশ্রমের মধ্যেই নিহিত। বেদও কৃষকদের কুর্নিশ জানিয়েছে। ওনাম এখন ইউরোপ, মার্কিন
যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোতে পৌঁছে গিয়েছে। ওনামের পবিত্র অনুভূতি এখন সর্বত্র
বিরাজমান।