নির্বাচনী প্রচার চলছে পুরোদমে৷ তবে তার মধ্যে একের পর এক মাওবাদী হামলায় কপালের ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে প্রশাসনের৷ শুক্রবার সেরকম ঘটনা আবার ঘটল ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার খারসাওয়ান এলাকায়৷ বিজেপি পার্টি অফিসে বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা৷
আজই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভা করার কথা রয়েছে ঝাড়খণ্ডে৷ তার আগে এই ঘটনা নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে৷ বৃহস্পতিবার গভীর রাতে বিজেপির দলীয় দফতরে কৌটো বোমা নিয়ে হামলা চালায় মাওবাদীরা৷ এই এলাকা খুন্তি লোকসভা কেন্দ্রের অন্তর্গত, চলতি নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা৷ এই খারসওয়ান বিজেপি পার্টি অফিসেই অনুষ্ঠান করেন তিনি৷
শুক্রবার খুন্তি, কোডেরমা ও রাঁচিতে জনসভা করার কথা রয়েছে অমিত শাহের৷ ঝাড়খণ্ডের ১৪ লোকসভা কেন্দ্রের অন্যতম এই খুন্তি৷ উপজাতি অধ্যুষিত এই কেন্দ্র মাওবাদী আতংকেই জীবন কাটায়৷ বর্তমান সাংসদ বিজেপির কারিয়া মুণ্ডা৷ আগামী ৬ই মে এই লোকসভা আসনে ভোট৷
এর আগে, মাওবাদী হামলার ভয়াবহতায় কেঁপে ওঠে মহারাষ্ট্র৷ পুলিশের গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা৷ ১৫ জন কমান্ডো শহিদ হন৷ বুধবার মহারাষ্ট্রের গড়চিরৌলিতে কুরখেদা করচি রোডের ওপর জাম্বুরখেদা গ্রামর কাছে হামলা চলে৷ পুলিশের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ তার পরেই শুরু হয় গুলির লড়াই৷
১৫ জন কমান্ডো ও একজন চালকের মৃত্যু হয়৷ সি-৬০ কমান্ডো ব্যাটেলিয়ানের ওপর হামলা চলে৷ এদিকে, মঙ্গলবার গভীর রাতে রাস্তা নির্মাণের ৫০টি গাড়িতে আগুন লাগায় মাওবাদীরা৷ মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে৷ রাস্তা তৈরি মেশিনের সঙ্গেই পুড়িয়ে ফেলা হয় বেশ কিছু গাড়ি৷ গড়চিরৌলির কুরখেদা তালুকের দানাপুর এলাকায় এই ঘটনা ঘটে৷
পুলিশ সূত্রে খবর, রাস্তা নির্মাণের কাজ ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই চলছে৷ রাস্তার ওপরেই রাখা হয়েছিল জেসিবি মেশিন ও বেশ কিছু গাড়িকে৷ ছিল সিমেন্ট ও পাথর বহনকারী ট্রাকও৷ সেই গাড়িগুলিতেই আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা৷ পাশাপাশি, দাদপুরের পিচ ও কয়লা গলানোর কারখানাতেও হামলা চালায় মাওবাদীরা৷
৩০শে এপ্রিলের এই হামলার ফলে কারখানায় ১ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে খবর৷ গড়চিরৌলির গোটা এলাকাই মাওবাদী অধ্যুষিত৷ স্থানীয়রা জানিয়েছে যখন এখানে রাস্তা তৈরির কাজ শুরু হয়, তখন মাওবাদীদের তরফ থেকে কোনও বাধা আসেনি৷ কিন্তু তারপরেই হামলা চালায় তারা৷