করোনা-সংক্রমণ ৩৩.৮৭ লক্ষ, ভারতে মৃত্যু বেড়ে ৬১,৫২৯

ভারতে কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। বাড়তে বাড়তে ভারতে ৩৪ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,৮৭,৫০১-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৫৭ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৭,২৬৬ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৬১,৫২৯ জন এবং মোট সংক্রমিত ৩৩,৮৭,৫০১ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৫,৮৩,৯৪৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ৪২ হাজার ০২৩।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৬১,৫২৯ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪২ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৩,৬৩৩ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৫ জন, অসমে ২৭৮ জন, বিহারে ৫৩৮ জনের, চন্ডীগড়ে ৪৩ জন, ছত্তিশগড়ে ২৪৫ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৩৬৯ জনের, গোয়া ১৭১ জন, গুজরাটে ২,৯৬২ জনের, হরিয়ানায় ৬৪৬ জনের, হিমাচল প্রদেশে ৩৩ জনের, জম্মু-কাশ্মীরে ৬৭১ জনের, ঝাড়খণ্ডে ৩৭৪ জনের, কর্ণাটকে ৫,২৩২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২৬৭ জন, লাদাখে ২৭ জন, মধ্যপ্রদেশে ১,৩০৬ জন, মহারাষ্ট্রে ২৩,৪৪৪ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ২৫ জন, মেঘালয়ে ৮ জন, নাগাল্যান্ডে ৯ জন, ওডিশায় ৪৪৮ জনের, পুদুচেরিতে ১৯০ জন, পঞ্জাবে ১,২৫৬ জন, রাজস্থানে ১,০০৫ জনের, সিকিমে ৩ জন, তামিলনাড়ুতে ৬,৯৪৮ জন, তেলেঙ্গানায় ৭৯৯ জন, ত্রিপুরায় ৮৯ জন, উত্তরাখণ্ডে ২২৮ জন, উত্তর প্রদেশে ৩,২১৭ জন এবং পশ্চিমবঙ্গে ৩,০১৭ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৮২ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৬.২৮ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২১.৯০ শতাংশ মানুষ। 
ফের বৃদ্ধি, ২৪ ঘন্টায় ভারতে ৯.০১ লক্ষ কোভিড-১৯ নমুনা পরীক্ষা
ভারতে কোভিড-১৯ নমুনা পরীক্ষায় ফের বৃদ্ধি। বিগত ২৪ ঘন্টায় ভারতে ৯.০১ লক্ষের বেশি কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। একইসঙ্গে এযাবৎ দেশে ৩,৯৪,৭৭,৮৪৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ভারতে বৃহস্পতিবার সারা দিনে ৯,০১,৩৩৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ আগস্ট পর্যন্ত ভারতে মোট ৩,৯৪,৭৭,৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ২৭ আগস্ট ৯,০১,৩৩৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.