করোনার জেরে হওয়া লকডাউনের বিধিনিষেধে অনেকেই চাকরি ও ব্যবসা হারিয়েছেন। এক্ষেত্রে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা। দীর্ঘদিন কাজ না থাকার ফলে খালি হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়, এবং আপনার টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওভারড্রাফট নামে একটি ব্যাংকিং সুবিধা চালু রয়েছে।
এই সুবিধায় ব্যাংক টাকা দেবে আপনাকে। অবশ্য এর জন্য ব্যাংক কিছু সুদও নেবে। প্রায় প্রতিটি ব্যাংক এবং নন-ব্যাংকিং আর্থিক সংস্থাগুলিও এই ওভারড্রাফ্টের সুবিধা দেয়। ওভারড্রাফট কীভাবে কাজ করে এবং এর সুবিধা কী তা জেনে নেওয়া যাক।
কিভাবে আবেদন করতে হবে?
এই সুবিধা প্রদানের জন্য সাধারণত ব্যাংক ১% প্রসেসিং ফি নেয়। অনলাইনে অথবা অফলাইনে ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে।
ওভারড্রাফট কীভাবে কাজ করে?
যদি আপনার ব্যাংক ইতিমধ্যে আপনাকে ওভারড্রাফটের সুবিধা প্রদান করে তবে আপনি যখনই চান আপনার ওভারড্রাফ্ট অ্যাকাউন্ট থেকে অর্থ তুলতে পারবেন, এটি স্বয়ংক্রিয়ভাবে ওভারড্রাফটে চলে যাবে।
পরে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার মতো এটি আপনাকে শোধ দিতে হবে। পুরো পরিমাণ পরিশোধ না করা পর্যন্ত ব্যাংক সুদ নেওয়া অব্যাহত রাখবে। বকেয়া পরিমাণে সুদ প্রতিদিন নেওয়া হয়।
তবে এব্যাপারে বিস্তারিত খোঁজ অবশ্যই ব্যাংকে গিয়ে নেওয়া উচিৎ। জারণ ওভার ড্রাফটেরও নানান ধরণ হয়ে থাকে। কোনও গ্রাহক তার বেতন অ্যাকাউন্টে একটি ওভারড্রাফটের সুবিধা নিতে পারেন। আবার ব্যাংকগুলি হোম লোনের গ্রাহকদেরও ওভার ড্রাফটের সুবিধা দেয়। এছাড়াও বেশ কয়েক ধরণের ওভার ড্রাফটের সুবিধা চালু রয়েছে।