আগস্ট মাসের মতো সেপ্টেম্বর মাসে বহাল থাকবে সাপ্তাহিক লকডাউন। বুধবার নবান্নে ক্যাবিনেট বৈঠক শেষে সেপ্টেম্বর মাসের তিন দিন লকডাউন ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, আগামী ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসকে পশ্চিমবঙ্গবাসী পুজোর আগের মাসে হিসেবেই দেখে। তাই কেনাকাটার মাস হিসেবে এই দিনটিকে ব্যবহার করে তামাম বাঙালি। ওয়াকিবহাল মহলের ধারণা ছিল, এই মাসে হয়তো সাপ্তাহিক লকডাউন থেকেও সরে আসবেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এখনই লকডাউন সিদ্ধান্ত থেকে সরছে না রাজ্য সরকার।
লকডাউন (Lockdown) ঘোষণা করলেও রাজ্যের লোকাল ট্রেন ও কলকাতা শহরে মেট্রো পরিষেবা শুরুর পক্ষে জোরালো সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে মেট্রো রেল এবং লোকাল ট্রেন চলতে পারে ১ সেপ্টেম্বর থেকে। তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার বা রেল যদি রাজ্যের সঙ্গে একবার কথা বলে নেয় তাহলে ভাল হয়।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।”
আগস্ট মাসের প্রথম দফায় আট দিনের লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সে যাত্রায় পাঁচবার লকডাউনের দিনক্ষণ বদল করতে হয়েছিল তাঁকে। হলে প্রশাসক হিসেবে মুখ পুড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই এবার অনেক বেশি সাবধানী পদক্ষেপ নিয়েছে নবান্ন (Nabanna)। আগস্ট মাসের মত পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করে আংশিকভাবে লকডাউনের তালিকা ঘোষণা করা হয়েছে সেপ্টেম্বর মাসে। বাকি দিনগুলো পরে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।