সেপ্টেম্বর মাসের ৯ ও ১০ তারিখে বসতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছর মার্চ মাসে চলতে চলতেই বন্ধ হয়ে গিয়েছিল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। তারপর আর সংক্রমণের বিস্তৃতির কারণে পশ্চিমবঙ্গের বিধানসভার (West Bengal Legislative Assembly) অধিবেশন শুরু করা যায়নি। কিন্তু পরিষদীয় আইনমাফিক একটি অধিবেশনের সঙ্গে অন্য অধিবেশনের ব্যবধান ছয় মাসের মধ্যে হতে পারে না। তাই নিয়মরক্ষার খাতিরে স্বল্প সময়ের জন্য বসবে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন। বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘরে বৈঠকে বসেন আইন প্রতিমন্ত্রীর চন্দ্রিমা ভট্টাচার্য, পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়, শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ও উপমুখ্য সচেতক সমীর চক্রবর্তী। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন হবে। যেহেতু মহামারীর কারণে বাদল অধিবেশন বসে নি, তাই এই স্বল্পকালীন অধিবেশনকেই বাদল অধিবেশন হিসেবে ধরা হচ্ছে।
অধিবেশন শুরুর একদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুঝবে সর্বদলীয় বৈঠক। সেদিনই ঠিক হয়ে যাবে বিধানসভার দু’দিনের অধিবেশন সূচি। জানা গিয়েছে, এক্ষেত্রে বিধানসভার অধিবেশনে বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করা হবে না। কলকাতা তথা পার্শ্ববর্তী জেলার বিধায়করাই সম্ভবত এই দু’দিনের অধিবেশনে অংশগ্রহণ করবেন। এবারের অধিবেশনে বহিরাগত তথা অতিথিদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। বিধায়কদের বসার ক্ষেত্রে সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখা হবে। থার্মাল চেকিং ও স্যানিটেশনের ব্যবস্থাও থাকবে বিধানসভাতে। তবে বিধায়কদের বসার ক্ষেত্রে এবার কিছুটা বৈচিত্র্য আনা হচ্ছে বিধানসভায়। তুলনামূলক কম বয়সী বিধায়কদের এবার অধিবেশনের জন্য বুঝতে দেওয়া হবে ভিজিটরস গ্যালারিতে। ট্রেজারি বেঞ্চেও ডিসটেন্স মেনে মন্ত্রীদের বসতে দেওয়া হবে সাধারণ বিধায়কদের আসনে। যাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে।