জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে মোদীকে চিঠি মমতার

২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, “ছাত্রছাত্রীদের মানসিক যন্ত্রনা এবং মানসিক বিপর্যয় থেকে মুক্তি দিতে চলতি বছরের পরীক্ষা স্থগিত রাখা হোক”। সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিউ পিটিশন ফাইল করার আবেদনও জানানো হয়।

সোমবার সকালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে তিনি টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছিলেন,”আমি আরও একবার আর্জি জানাচ্ছি, ঝুঁকির কথা বিবেচনা করে, ছাত্রছাত্রীদের কথা ভেবে জয়েন্ট এবং নিট পরীক্ষা স্থগিত করা হোক।”

তিনি আরও লিখেছিলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সর্বশেষ ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল আমি ইউজিসির সূচি অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম। কারণ এই সময়ে পরীক্ষা নেওয়া মানে ছাত্রছাত্রীদের বড়সড় ঝুঁকির সামনে ফেলে দেওয়া হবে”।

কেন্দ্র পরীক্ষা নেওয়ায় বদ্ধপরিকর। ইতিমধ্যে অ্যাডমিট কার্ডও তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দেয়, চলতি বছরের নিট এবং জয়েন্ট এন্ট্রান্স নির্ধারিত দিনেই হবে। করোনার কোপেই পরীক্ষা আগে নেওয়া যায়নি। তাই সেপ্টেম্বরেই পরীক্ষা হবে।

মঙ্গলবার, বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানান, “একবার ছাত্রদের মনের কথাও শুনে নিন”। অন্যদিকে বাংলার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর তীব্র প্রতিক্রিয়া, “পরীক্ষায় অংশ নেওয়ার সময় তারা কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে পারবে এ বিষয়ে সকলেই প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছে”।

উল্লেখ্য, বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ আগেই জানায়, করোনা থাকলেও জীবন চালাতে হবে এবং আদালত তাতে হস্তক্ষেপ করে শিক্ষার্থীদের কেরিয়ারকে বিপদে ফেলতে পারে না। আরও জানানো হয়, জীবন এভাবে থমকে থাকতে পারে না। আমাদের সুরক্ষাবিধি মেনে এগিয়ে যেতে হবে।

এদিন করোনা পরিস্থিতি শুরুর পর থেকেই একের পর এক ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্য, রোজগার কমেছে এবং খরচ বেড়ে গিয়েছে। দিল্লির তরফে মিলছে না পর্যাপ্ত ফান্ড, কেন্দ্রকে তোপ দেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.