মা ও তাঁর তিন মাসের সন্তানকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জীবনতলা এলাকায়। ইতিমধ্যেই গোটা ঘটনাটি জানিয়ে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ঘটনায় প্রকাশ তিন মাস আগে সন্তান জন্ম দেন নির্যাতিতা। তাঁর অভিযোগ, সোমবার রাতে এলাকার এক তৃণমূল নেতা দলবল নিয়ে তাঁদের বাড়ি চড়াও হয়। জানালা ভেঙে তাঁর পেটে লাথি মারে। সদ্য সিজার হওয়া বধূকে বেধড়ক মারধরও করে তৃণমূল নেতার বাহিনী। অভিযুক্তদের অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি তাঁর তিন মাসের শিশু সন্তানও। নির্যাতিতার অভিযোগ, তাঁর সন্তানকে খুন করার চেষ্টা করেছে তৃণমূল নেতা।
তৃণমূল নেতাদের মারমুখী চেহারা দেখে কোনওক্রমে শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ ফাঁড়িতে যান ওই বধূ। রাতেই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে তিনি। আক্রান্ত গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগ, স্বামীকে খুনের উদ্দেশ্যেই এদিন রাতে তাঁর বাড়িতে হামলা চালিয়েছিল ওই তৃণমূল নেতা। কিন্তু তৃণমূল নেতা কেন খুনের চেষ্টা করবেন ওই বধূর স্বামীকে? রাজনৈতিক প্রতিহিংসা নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনও কারণ? তা এখনও জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “অভিযোগ মিলেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” ঘটনার কথা জানাজানি হতেই বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল।