করোনা: কোন জেলায় আক্রান্ত কত, রইল একনজরে

কলকাতা :প্রতিদিনই রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়৷ সেখানে উল্লেখ করা হয় কোন জেলায় কতজন আক্রান্ত ও মৃত৷ এছাড়া কতজন সুস্থ হয়ে উঠেছেন সেই তথ্যও তুলে ধরা হয়েছে৷

সোমবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন আক্রান্ত আর কতজনেরই বা মৃত্যু হয়েছে৷ কতজন সুস্থ হয়ে উঠেছেন৷

উত্তর ২৪ পরগনা– একদিনে আক্রান্ত ৭০০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩০ হাজার ১৫ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬০৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ২৩,৪৭৭ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৬৫৯ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,৮৭৯ জন৷

হাওড়া– একদিনে আক্রান্ত ১০৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১২ হাজার ৪৫৬ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২২৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ১০,৫৯০ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৩৩৮ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৫২৮ জন৷

হুগলি – একদিনে আক্রান্ত ১০৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৬,৮১৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ৫,২১০ জন৷ গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১১৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৪৯৩ জন৷

দক্ষিণ ২৪ পরগনা– একদিনে আক্রান্ত ১৫৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১০,১০৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ৮,২১৬জন৷ একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৭২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৭২১ জন৷

পশ্চিম বর্ধমান– একদিনে আক্রান্ত ৯৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,০১৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,১৪৮ জন৷ মোট মৃতের সংখ্যা ২৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮৪৪ জন৷

পূর্ব বর্ধমান– একদিনে আক্রান্ত ৩৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৩৬১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৮৯৭ জন৷ মোট মৃতের সংখ্যা ১৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৪৮ জন৷

পূর্ব মেদিনীপুর– একদিনে আক্রান্ত ১৩৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৫,০৯৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,৬০৮ জন৷ একদিনে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৪৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৪৪০ জন৷

পশ্চিম মেদিনীপুর– একদিনে আক্রান্ত ১৫৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৩৬৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,১১৩ জন৷ মোট মৃতের সংখ্যা ৩৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,২২১ জন৷

ঝাড়গ্রাম– নতুন করে কেউ আক্রান্ত হননি৷ মোট আক্রান্ত ২০২ জন৷ এই জেলায় মোট ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট সুস্থ হয়েছেন ১৪২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৮ জন৷

বাঁকুড়া– একদিনে আক্রান্ত ১০২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,০৭৩ জন৷ এই জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৪৬৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৬০৪ জন৷

পুরুলিয়া– একদিনে আক্রান্ত ১১৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৯০৫ জন৷ এই জেলায় মাত্র ১ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ৫৫৭জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৪৭ জন৷

বীরভূম– একদিনে আক্রান্ত ৪৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৫১০জন৷ মোট মৃতের সংখ্যা ১২ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,১৯৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩০৫ জন৷

নদীয়া– একদিনে আক্রান্ত ৯১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৯৫৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,২৫০ জন৷ মোট মৃতের সংখ্যা ৩১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬৭৭ জন৷

মুর্শিদাবাদ– একদিনে আক্রান্ত ৯৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৮৩০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৯৭৯ জন৷ একদিনে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৩৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮১৭ জন৷

মালদহ– একদিনে আক্রান্ত ৫৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪,৫৬৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,৮৬৩ জন৷ মোট মৃতের সংখ্যা ৩১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬৭১ জন৷

দক্ষিণ দিনাজপুর– একদিনে আক্রান্ত ১০৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৪২১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৪২ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৪১৪ জন৷ মোট মৃতের সংখ্যা ২৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৯৮৪ জন৷

উত্তর দিনাজপুর– একদিনে আক্রান্ত ২৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,০৪০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৬৬১জন৷ মোট মৃতের সংখ্যা ১৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৬১ জন৷

জলপাইগুড়ি– একদিনে আক্রান্ত ৯৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৮৯১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,১৫৪ জন৷ মোট মৃতের সংখ্যা ২৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৭১০ জন৷

কালিম্পং-একদিনে মাত্র ২১ জন আক্রান্ত৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪২৩ জন৷ মোট মৃতের সংখ্যা ৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ২৮৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৩৫ জন৷

দার্জিলিং– একদিনে আক্রান্ত ১০৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪,৪১৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,৪৮৩ জন৷ মোট মৃতের সংখ্যা ৬১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮৭২ জন৷

কোচবিহার– একদিনে আক্রান্ত ২৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,১৬৫ জন৷ একদিনে ১ জনের মৃত্যু হয়েছে৷ এই জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৭৩৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪২২ জন৷

আলিপুরদুয়ার– একদিনে আক্রান্ত ১১৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৪১২ জন৷ গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা মাত্র ৮ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ৯৩৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৬৬ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.