মহারাষ্ট্রের রায়গড় জেলায় পাঁচ-তলা বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও কমপক্ষে ১৮ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। সোমবার সন্ধ্যা ৬.৫০ মিনিট নাগাদ রায়গড় জেলার মাহাদ তালুকার অন্তর্গত কাজলপুরা এলাকায় অবস্থিত একটি পাঁচ-তলা বহুতল তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ৬০ জনেরও বেশি মানুষ।
সোমবার রাত পর্যন্ত উদ্ধারকাজ চালানোর পর একজনের দেহ উদ্ধার করা হয় এবং কমপক্ষে ৬০ জনকে উদ্ধার করা হয়। রাতেই ঘটনাস্থলে যান মহারাষ্ট্রের মন্ত্রী অদিতি তাতকারে এবং একনাথ শিন্ডে। মন্ত্রী অদিতি জানান, কমপক্ষে ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে বহুতল ভেঙে পড়ল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। পরে রায়গড়ের জেলাশাসক নিধী চৌধুরী জানিয়েছেন, বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। এখনও নিখোঁজ কমপক্ষে ১৮ জন।
2020-08-25