ভারতে রোজই দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে কোভিড-১৯ নমুনা পরীক্ষা। সেই ধারা সোমবারও (২৪ আগস্ট) অব্যাহত রইল। ২৪ আগস্ট পর্যন্ত ভারতে মোট ৩,৬৮,২৭,৫২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এযাবৎ ভারতে ৩.৫ কোটিরও বেশি মানুষের কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। ‘টেস্ট ট্র্যাক ট্রিট’ দিশায় এগিয়ে চলেছে ভারত।
মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত ভারতে মোট ৩,৬৮,২৭,৫২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধুমাত্র ২৪ আগস্ট সারাদিনে ৯,২৫,৩৮৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
2020-08-25