করোনা-সংক্রমণ ৩২ লক্ষ ছুঁইছুঁই, ভারতে মৃত্যু বেড়ে ৫৮,৩৯০

ভারতে দ্রুত গতিতে বেড়েই চলেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ! বাড়তে বাড়তে ভারতে ৩২ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ, ৫৯ হাজারের কাছাকাছি পৌঁছে গেল মৃত্যুর সংখ্যাও। সুস্থতার সংখ্যাও বেড়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩১,৬৭,৩২৪-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৪৮ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০,৯৭৫ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৮,৩৯০ জন এবং মোট সংক্রমিত ৩১,৬৭,৩২৪ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৪,০৪,৫৮৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ০৪ হাজার ৩৪৮।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৫৮,৩৯০ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৫ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৩,৩৬৮ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৫ জন, অসমে ২৫২ জন, বিহারে ৫১৪ জনের, চন্ডীগড়ে ৩৭ জন, ছত্তিশগড়ে ২০৬ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৩১৩ জনের, গোয়া ১৪৮ জন, গুজরাটে ২,৯০৮ জনের, হরিয়ানায় ৬১৩ জনের, হিমাচল প্রদেশে ২৯ জনের, জম্মু-কাশ্মীরে ৬২৪ জনের, ঝাড়খণ্ডে ৩৩০ জনের, কর্ণাটকে ৪,৮১০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২৩৪ জন, লাদাখে ২৩ জন, মধ্যপ্রদেশে ১,২৪৬ জন, মহারাষ্ট্রে ২২,৪৬৫ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ২২ জন, মেঘালয়ে ৮ জন, নাগাল্যান্ডে ৯ জন, ওডিশায় ৪১৯ জনের, পুদুচেরিতে ১৬৪ জন, পঞ্জাবে ১,১২৯ জন, রাজস্থানে ৯৬৭ জনের, সিকিমে ৩ জন, তামিলনাড়ুতে ৬,৬১৪ জন, তেলেঙ্গানায় ৭৭০ জন, ত্রিপুরায় ৭৮ জন, উত্তরাখণ্ডে ২০৭ জন, উত্তর প্রদেশে ২,৯৮৭ জন এবং পশ্চিমবঙ্গে ২,৮৫১ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৮৪ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৫.৯২ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২২.২৪ শতাংশ মানুষ। ভারতে নিত্যদিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে কোভিড-১৯ নমুনা পরীক্ষা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এযাবৎ ভারতে ৩.৫ কোটিরও বেশি মানুষের কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। ‘টেস্ট ট্র্যাক ট্রিট’ দিশায় এগিয়ে চলেছে ভারত। ২৪ আগস্ট পর্যন্ত ভারতে মোট ৩,৬৮,২৭,৫২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ২৪ আগস্ট সারাদিনে ৯,২৫,৩৮৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.