লোকসভা নির্বাচনের পরিপ্রক্ষিতে বাংলায় শেষ দুটি জনসভা করতে আসবেন নরেন্দ্র মোদী৷ ৯ মে বাঁকুড়া এবং পুরুলিয়ায় জনসভা করবেন তিনি৷ এই যাত্রায় নরেন্দ্র মোদীর এই দুটিই শেষ সভা৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্টযতা এসে গিয়েছে৷ এই দুটি সভার মাধ্যমে ১৩টি জনসভা বাংলায় শেষ করবেন নরেন্দ্র মোদী৷

যদিও রাজ্য বিজেপি আসা ছাড়ছে না৷ রাজ্য বিজেপি নেতৃত্বের বক্তব্য, নরেন্দ্র মোদী-অমিত শাহর রোড শো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়৷ এছাড়া মোদীর জনসভা আরও হওয়ারও সম্ভাবনা রয়েছে৷

ইতিমধ্যেই সামুদ্রিক ঘুর্ণীঝড় ফণীর প্রভাবে ৫ মে তমলুকে নরেন্দ্র মোদীর সভা বাতিল হয়েছে৷ ওই সবা হবে ৬ মে৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে ও পরে বাংলার সাত দফা ভোটে মোট ১৩টি সভা করবেন নরেন্দ্র মোদী তা আগেই ঠিক করে রেখেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷

প্রধানমন্ত্রী ৩ এপ্রিল জলপাইগুড়ির কাওয়াখালি এসজেডিএ মাঠে জনসভা দিয়ে শুরু হয়েছিল৷ এরপর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কলকাতা সভা করেন তিনি৷ ব্রিগেডে হ্যাঙ্গারের নিচে জনসভা করেছিল বিজেপি৷ যা আগে কোনও রাজনৈতিক দল করেনি৷ এরপর, কোচবিহার রাসমেলার মাঠে এপ্রিল ৭ সভা করেন তিনি৷ ২০ এপ্রিল বালুরঘাটের বুনিয়াদপুরে তিনি জনসভা করেন৷ ২৩ এপ্রিল আসানসোলে সভা করেন মোদী৷ ২৪ এপ্রিল ফের বোলপুর এবং রানাঘাটে সভা করেন৷ ২৯ এপ্রিল শ্রীরামপুর এবং জগদ্দলে সভা করেন প্রধানমন্ত্রী৷ পঞ্চমদফা নির্বাচনের আগে ৬ মে তমলুক এবং ঝাড়গ্রামে সভা করবেন মোদী৷ এরপরই ৯ মে সভা করবেন বাঁকুড়া এবং পুরুলিয়ায়৷

এ যাত্রায় যদিও কলকাতায় আসছেন না মোদী৷ কিন্তু প্রধানমন্ত্রী যে কলকাতায় জনসভা করতেই পারেন সেই আশায় রয়েছেন রাজ্য বিজেপি৷ কলকাতায় যে রোড শো হবে তা ধরেই নিযেছে রাজ্য পার্টি৷ বিমানবন্দর থেকে ভিআইপি রোড হয়ে মধ্য কলকাতা – এই ব়্যালির অপেক্ষায় বিজেপি সমর্থকরা৷ রাজ্য বিজেপির এক নেতার কথায, কলকাতায নরেন্দ্র মোদীর বড়সর জনসভা বা রোড-শো হবেই{ প্রসঙ্গত, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, মোদী প্রথম চার দফায় সারা দেশেই ৮৭টি জনসভা এবং ৩টে বড় রোড-শো করেছেন৷ প্রথম ৩১ দিনে মোদীর জনসভায় একটি সুস্পষ্ট পরিকল্পনা লক্ষ করা গিয়েছে৷ তিনি উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ওড়িশা এবং গুজরাটেকে বেশি গুরুত্ব দিয়েছেন৷ বিজেপির মনে হয়েছে – দলের প্রচারের প্রধান মুখ মোদী এই পাঁচ রাজ্যেই বেশি সময় দেওয়া প্রয়োজন৷ সেই কারণে ৫০ শতাংশ প্রচার এই পাঁচ রাজ্যেই করেছেন মোদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.