দিল্লিতে শনিবার গ্রেফতার হওয়া আইসিস জঙ্গি আবু ইউসুফ ওরফে মহম্মদ মুস্তকিমের উত্তরপ্রদেশের বলরামপুরে থাকা পৈত্রিক বাড়িতে হানা দিয়ে উত্তর প্রদেশ এটিএস বিস্ফোরকের পাশাপাশি ফিদাইন বা আত্মঘাতী হামলা চালানোর জন্য তৈরি করা বিস্ফোরকভর্তি একাধিক জ্যাকেটও বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে নিজের বাড়িতে বিগত দুই বছর ধরে বারুদ এবং বিস্ফোরক সংগ্রহ করছিল আবু ইউসুফ। আবু ইউসুফ এর স্ত্রী স্বীকার করে নিয়েছেন যে তার স্বামী বিগত দুই বছর ধরে বাড়ির ভেতর বিস্ফোরক এবং বারুদ সংগ্রহ করে যাচ্ছিল। মোবাইলে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বিস্ফোরক বানানোর কায়দা শিখেছে আবু ইউসুফ। ত দন্তকারী আধিকারিকরা জানিয়েছে একটি বিস্ফোরক বোঝাই জ্যাকেটে তিন কিলোগ্রাম বিস্ফোরক ছিল অপরটিতে ছিল চার কিলোগ্রাম। জানা গিয়েছে ওই জঙ্গী দীর্ঘদিন সৌদি আরব এবং দুবাইতে ছিল।পেছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা তার খোঁজ চলছে। ওই জঙ্গির বাড়ি থেকে ধাতব বাক্স বাজেয়াপ্ত করেছে তদন্তকারী আধিকারিকেরা।
2020-08-23