গোটা ভারতজুড়ে বেড়ে চলেছে করোনার
বাড়বাড়ন্ত। প্রত্যেকদিন
লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু
এই পরিস্থিতির মধ্যে জনজীবন স্বাভাবিক
করতে তৎপর প্রশাসন।
ফলে চলচ্চিত্র এবং টেলিভিশন চ্যানেলের
সম্প্রচারিত হওয়া ধারাবাহিকগুলির শুটিংয়ের
জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি জারি করল
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার
মন্ত্রক।
রবিবার
সকালে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয়
তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ
জাভরেকর জানিয়েছেন, গত ছয় মাস
ধরে করোনা মহামারীর জেরে
চলচ্চিত্র এবং ধারাবাহিকের শুটিং
বন্ধ ছিল। পরিস্থিতি
সচল করার জন্য স্ট্যান্ডার্ড
অপারেটিং প্রসিডিউর এসওপি জারি করা
হলো।কয়েকটি
রাজ্য নিজের মতন করে
শুটিংয়ের জন্য নির্দেশিকা বলবত
করেছে। কেন্দ্রীয়
স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রকের
সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় তথ্য
ও সম্প্রচার মন্ত্রক এই এসওপি জারি
করল। ভারতীয়
অর্থনীতিতে চলচ্চিত্র এবং ধারাবাহিক শিল্পের
অবদান অনস্বীকার্য। এই
দুই শিল্পের গুরুত্ব অপরিসীম। ফলে
সব কটি রাজ্যকেই এসওপি
জারি করতে হবে।
ক্যামেরার সামনে যে অভিনেতা
অভিনয় করবেন তাকে বাদ
দিয়ে শুটিং ফ্লোরে থাকা
প্রত্যেককে মাস্ক পরতে হবে। শুটিং
চলাকালীন শারীরিক দূরত্ব বজায় রাখতে
হবে। কেন্দ্রীয়
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আশা
প্রকাশ করেছেন যে প্রতিটি
রাজ্য সরকারই এই এসওপি
মেনে কাজ করবে।
লকডাউন এবং করোনা মহামারীর
জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চলচ্চিত্র এবং
ধারাবাহিক শিল্প।