এমন বহু মানুষ আছেন যারা লকডাউনের জেরে রোজগারহীন হয়ে পড়েছেন। এই পরিপ্রেক্ষিতে মোদী সরকার সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এরফলে যদি আপনি এই সময় বেকার থাকনে, তবে আপনার অ্যাকাউন্টে সরাসরি ১৫ দিনের মধ্যে টাকা পাঠাবে সরকার।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনের (ইএসআইসি) অটল বীমা ব্যক্তি কল্যাণ প্রকল্প সম্পর্কিত একটি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় যারা বেকার ভাতার আবেদন করছেন তাঁদের টাকা ১৫ দিনের মধ্যে দিয়ে দিতে হবে।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, যে সব মানুষেরা করোনার জেরে হওয়া লকডাউনে কাজ হারিয়েছেন, তাঁরা এর ফলে বিরাট সুবিধা পাবেন। এছাড়া জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় ২৪ শে মার্চ, ২০২০ থেকে ৩১ শে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত তিন মাসের গড় বেতনের পঞ্চাশ শতাংশের সমান সুবিধা দেওয়া হবে।
এছাড়া আগে এই বেকার সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে নিয়ম ছিল তাতে কিছু পরিবর্তন এনেছে কেন্দ্র। জানানো হয়েছে, চাকরি চলে যাওয়ার ৩০ দিন পরেই এই সুবিধা পাওয়ার জন্য এখন আবেদন করা যাবে, যা কিনা আগে ছিল ৯০ দিনের পরে। মনে করা হচ্ছে কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে প্রায় ৪০ লক্ষ শিল্প শ্রমিক লাভবান হবে।
যদি এই স্কিমের সুবিধা নিতে চান তবে প্রথমে ESIC ওয়েবসাইটে যেতে হবে এবং অটল বীমা বীমা ব্যক্তি কল্যাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করাতে হবে। স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য https://www.esic.nic.in/attachments/circularfile/93e904d2e3084d65fdf7793e9098d125.pdf দেখতে পারেন।