একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ভারতে
কোন মতে রোধ করা
যাচ্ছে না করোনার মারণ
দৌরাত্ম্য। প্রতিদিন
লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিগত
২৪ ঘন্টায় গোটা ভারতে নতুন
করে আক্রান্ত হয়েছে ৬৯২৩৯ বলে
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
দরের তরফ থেকে জানানো
হয়েছে।
রবিবার
সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে
জারি করা স্বাস্থ্য বুলেটিনে
বলা হয়েছে ভারতের সব
মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা
৩০ লাখের গণ্ডি পেরিয়ে
হয়েছে ৩০৪৪৯৪১। এর
মধ্যে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭০৭৬৬৮।
সুস্থ হয়ে উঠেছে ২২৮০৫৬৭। বিগত
২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে করোনায়
মৃত্যু হয়েছে ৯১২ জনের। ফলে
সব মিলিয়ে মৃতের সংখ্যা এখনো
পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৬৭০৬। মাত্র
১৬ দিন আগে ৭
আগস্ট করোনায় আক্রান্তের গণ্ডি ২০ লক্ষ
পেরিয়ে গিয়েছে। ওদিন
ভারতের সবথেকে বেশি আক্রান্তের
সংখ্যা ছিল ৬২৫৩৮।
ভারতের রাজ্যগুলির মধ্যে সবথেকে খারাপ
অবস্থা মহারাষ্ট্রের। সেখানে
বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৬৯৮৩৩।
সুস্থ হয়ে উঠেছে ৪৮০১১৪। রাজ্যে
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
২১৯৯৫। এই
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাডু।সেখানে
সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৩৭১০।
সুস্থ হয়ে উঠেছে ৩১৩২৮০। নিহত
৬৪২০।তালিকায়
তিন নম্বর স্থানে রয়েছে
অন্ধ্রপ্রদেশ। এই
রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৯৩৮৯।
নিহত ৩১৮৯। সুস্থ
হয়ে উঠেছে ২৫২৬৩৮।চার চার নম্বরে
রয়েছে রাজধানী দিল্লি। সেখানে
বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১৫৯৪।