একাধিক দশক পরে অবশেষে কুখ্যাত জঙ্গি নেতা দাউদ ইব্রাহিম (David Ibrahim) যে তাদের দেশেই রয়েছে, তা মেনে নিয়েছে পাকিস্তান (Pakistan)। জঙ্গিদের মদত করার জন্য আন্তর্জাতিক সংস্থা ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে লিস্টে রয়েছে পাকিস্তান। এই সংস্থার ব্ল্যাকলিস্ট থেকে নিজেদেরকে এরানোর জন্য তাদের দেশে থাকা জঙ্গিদের নাম প্রকাশ্যে এনেছে পাকিস্তান। সেই তালিকায় ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ এর অন্যতম মূল চক্রি দাউদ ইব্রাহিমের নাম রয়েছে। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রি হাফিজ সইদ, মাসুদ আজহারের নাম তালিকায় রয়েছে। এছাড়াও পাকিস্থানে কাজ করে যাওয়া অষ্টআশি জঙ্গীদের নাম তালিকা দেওয়া রয়েছে। বিশ্বমঞ্চে পাকিস্তান দাবি করেছে এই সকল জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

 উল্লেখ করা যেতে পারে, নব্বই এর দশক থেকে এখনো পর্যন্ত ভারত বরাবর বলে এসেছে দাউদ ইব্রাহিম পাকিস্তানে রয়েছে। যদিও তা অস্বীকার করে আসছিল পাকিস্তান। অবশেষে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে পাকিস্তান মেনে নিতে বাধ্য হল যে দাউদ ইব্রাহিম তাদের দেশেই রয়েছে।কূটনৈতিক তথা সামরিক দিক দিয়ে ভারতের কাছে এটি বড় জয় বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.