প্রতিদিনই রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়৷ সেখানে উল্লেখ করা হয় কোন জেলায় কতজন আক্রান্ত ও মৃত৷ এছাড়া কতজন সুস্থ হয়ে উঠেছেন সেই তথ্যও তুলে ধরা হয়েছে৷
শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন আক্রান্ত আর কতজনেরই বা মৃত্যু হয়েছে৷ কতজন সুস্থ হয়ে উঠেছেন৷
উত্তর ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ৭৬৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২৮ হাজার ৭২ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৫৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ২১,৬৪৬ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৬২০ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,৮০৬ জন৷
হাওড়া- একদিনে আক্রান্ত ১৬৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১২ হাজার ৪০ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২০১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৯,৯৬৫ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৩১৮ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৭৫৭ জন৷
হুগলি – একদিনে আক্রান্ত ৩৩৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৬,৩৪৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৪,৮০৪ জন৷ গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৯৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৪৪১ জন৷
দক্ষিণ ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ২১০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৯,৫৫৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৫৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ৭,৫৮১ জন৷ একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৬০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৮১৪ জন৷
পশ্চিম বর্ধমান- একদিনে আক্রান্ত ১১৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৭৩০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৮৫১ জন৷ মোট মৃতের সংখ্যা ২৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮৫৬ জন৷
পূর্ব বর্ধমান- একদিনে আক্রান্ত ৪১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,২১৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯২ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৬৯৮ জন৷ মোট মৃতের সংখ্যা ১৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫০৫ জন৷
পূর্ব মেদিনীপুর- একদিনে আক্রান্ত ১৭০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪,৫৮৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,০৪৭ জন৷ একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৪৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৪৯৬ জন৷
পশ্চিম মেদিনীপুর- একদিনে আক্রান্ত ১৬৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৬৬৪ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৭৯২ জন৷ মোট মৃতের সংখ্যা ২৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮৪৫ জন৷
ঝাড়গ্রাম- একদিনে আক্রান্ত মাত্র ২ জন৷ মোট আক্রান্ত ১৬৪ জন৷ এই জেলায় মোট ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট সুস্থ হয়েছেন ১১১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫১ জন৷
বাঁকুড়া- একদিনে আক্রান্ত ৬৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৭৬৯ জন৷ এই জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২৬৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৫০৫ জন৷
পুরুলিয়া- একদিনে আক্রান্ত ২৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৬৭৮ জন৷ এই জেলায় মাত্র ১ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৫০৭জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৭০ জন৷
বীরভূম- একদিনে আক্রান্ত ৩৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৩৮৭জন৷ মোট মৃতের সংখ্যা ১১ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,১১৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৬০ জন৷
নদীয়া- একদিনে আক্রান্ত ৩১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৬৬৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৯৮৬ জন৷ একদিনে ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬৪৮ জন৷
মুর্শিদাবাদ-একদিনে আক্রান্ত ৭৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৫০৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩২ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৬৮৬ জন৷ একদিনে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৩১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৭৮৯ জন৷https://c9b566bed9de6eac365b6cd8cca127fc.safeframe.googlesyndication.com/safeframe/1-0-37/html/container.html
মালদহ- একদিনে আক্রান্ত ১১৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪,২৯৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,৫২৯ জন৷ মোট মৃতের সংখ্যা ২৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৪০ জন৷
দক্ষিণ দিনাজপুর- একদিনে আক্রান্ত ১০৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,১০৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৯৯৫ জন৷ মোট মৃতের সংখ্যা ২১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,০৯২ জন৷
উত্তর দিনাজপুর- একদিনে আক্রান্ত ৩১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৯২৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৪৪৫জন৷ মোট মৃতের সংখ্যা ১৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৬৯ জন৷
জলপাইগুড়ি- একদিনে আক্রান্ত ৮৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৬৭১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৯৪৮ জন৷ মোট মৃতের সংখ্যা ২৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৬৯৮ জন৷
কালিম্পং- একদিনে মাত্র ১৯ জন আক্রান্ত৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩৮২ জন৷ মোট মৃতের সংখ্যা মাত্র ১ জন৷ মোট সুস্থ হয়েছেন ২৫৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১২৫ জন৷
দার্জিলিং- একদিনে আক্রান্ত ১৩৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪,১৪১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,২৪০ জন৷ মোট মৃতের সংখ্যা ৫৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮৪৫ জন৷
কোচবিহার- একদিনে আক্রান্ত ৬১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৯৯১ জন৷ একদিনে ২ জনের মৃত্যু হয়েছে৷ এই জেলায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৫৬৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪২২ জন৷
আলিপুরদুয়ার- একদিনে আক্রান্ত ৩৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,২২৮ জন৷ গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা মাত্র ৬ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ৮৬৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৫৬ জন৷