প্রতিদিনই রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়৷ সেখানে উল্লেখ করা হয় কোন জেলায় কতজন আক্রান্ত ও মৃত৷ এছাড়া কতজন সুস্থ হয়ে উঠেছেন সেই তথ্যও তুলে ধরা হয়েছে৷
বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন আক্রান্ত আর কতজনেরই বা মৃত্যু হয়েছে৷ কতজন সুস্থ হয়ে উঠেছেন৷
উত্তর ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ৭৪৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২৭ হাজার ৩০৮ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ২১,০৯০ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৬১০ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,৬০৮ জন৷
হাওড়া- একদিনে আক্রান্ত ১৬০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১১,৮৭৭ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৮০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৯,৭৬৪ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৩১৬ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৭৯৭ জন৷
হুগলি -একদিনে আক্রান্ত ১৮৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৬,০১০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ৪,৬৭৪ জন৷ গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৯৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,২৩৯ জন৷
দক্ষিণ ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ১৭৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৯,৩৪৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ৭,৩২৪ জন৷ একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৫২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৮৬৯ জন৷
পশ্চিম বর্ধমান- একদিনে আক্রান্ত ১১৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৬১৪ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৭৮৩ জন৷ মোট মৃতের সংখ্যা ২৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮০৮ জন৷
পূর্ব বর্ধমান- একদিনে আক্রান্ত ৪২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,১৭৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৬০৬ জন৷ মোট মৃতের সংখ্যা ১৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৫৭ জন৷
পূর্ব মেদিনীপুর- একদিনে আক্রান্ত ১৩২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪,৪১৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫১ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৮৪৬ জন৷ একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৪০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৫৩০ জন৷
পশ্চিম মেদিনীপুর- একদিনে আক্রান্ত ৪৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৫০০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৭০৬ জন৷ মোট মৃতের সংখ্যা ২৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৬৭ জন৷
ঝাড়গ্রাম- একদিনে আক্রান্ত ৬ জন৷ মোট আক্রান্ত ১৬২ জন৷ এই জেলায় মোট ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট সুস্থ হয়েছেন ১০৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৩ জন৷
বাঁকুড়া- একদিনে আক্রান্ত ৫৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৭০২ জন৷ এই জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২১৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৪৮৩ জন৷
পুরুলিয়া-একদিনে আক্রান্ত ৩১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৬৫১ জন৷ এই জেলায় মাত্র ১ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৪৮৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৬৩ জন৷
বীরভূম- একদিনে আক্রান্ত ১৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৩৫০জন৷ মোট মৃতের সংখ্যা ১০ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,০৫৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৮১ জন৷
নদীয়া- একদিনে আক্রান্ত ৫৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৬৩২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৮৫০ জন৷ মোট মৃতের সংখ্যা ২৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৫৫ জন৷
মুর্শিদাবাদ- একদিনে আক্রান্ত ১১৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৪৩২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৫৫৪ জন৷ একদিনে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৩০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৮৪৮ জন৷
মালদহ- একদিনে আক্রান্ত ৭৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪,১৮০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,৪২৯ জন৷ মোট মৃতের সংখ্যা ২৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭২৬ জন৷
দক্ষিণ দিনাজপুর- একদিনে আক্রান্ত ১৫৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,০০৪ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৯১২ জন৷ একদিনে ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,০৭১ জন৷
উত্তর দিনাজপুর- একদিনে আক্রান্ত ৪৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৮৯৮ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৪১৭জন৷ মোট মৃতের সংখ্যা ১৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৬৬ জন৷
জলপাইগুড়ি- একদিনে আক্রান্ত ১৫৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৫৮৪ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৮৮০ জন৷ একদিনে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৬৭৯ জন৷
কালিম্পং- একদিনে মাত্র ১৪ জন আক্রান্ত৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩৬৪ জন৷ মোট মৃতের সংখ্যা মাত্র ১ জন৷ মোট সুস্থ হয়েছেন ২২০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৪৩ জন৷
দার্জিলিং- একদিনে আক্রান্ত ১৬৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪,০০৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,১৫৩ জন৷ নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৫৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৯৮ জন৷
কোচবিহার- একদিনে আক্রান্ত ৪৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৯৩০ জন৷ এই জেলায় মোট ২জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৪৭১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৫৭ জন৷
আলিপুরদুয়ার- একদিনে আক্রান্ত ৫৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,১৯৫ জন৷ গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা মাত্র ৬ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ৮২৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৬০ জন৷