করোনার প্রভাবে কুকুরকে দিয়ে বাজার করানোর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

করোনার প্রভাবে কুকুরকে দিয়ে বাজার করানোর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

মহিন্দার গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra) সমানভাবে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটে | বিশ্বে ঘটে চলা নানা ঘটনার টুকরো ছবি তুলে ধরে প্রতিক্রিয়া দেন তিনি | আবার নিজের পোস্টের মাধ্যমে সংযোগ স্থাপন করেন নেটিজেনদের সঙ্গে | আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra) ট্যুইট করে বলেন যে কোভিড ১৯এর জন্য কী কী পরিবর্ত হয়েছে তা তিনি নেটিজেনদের (Netizens) কাছে জানতে চান |

তার মধ্যেই একটি ভিডিওকে রিপোস্ট করে বলেন যে টিকটকের এই ভিডিও তার খুবই পছন্দের | পছন্দ হয়েছে নেটিজেনদেরও (Netizens)| আড়াই হাজারের উপর রিট্যুইট ও চোদ্দো হাজারের বেশি লাইক পাওয়া এই ভিডিওতে কি আছে ? ভিডিওটি সম্ভবত করোনা (Corona) আক্রান্ত চিনের (China)| দেখা যাচ্ছে,ভিডিওটিতে মূল চরিত্র একটি সারমেয়র | দেখা যায়, মালিক পোষ্যকে উপর থেকে ডেকে তাকে মাস্ক পড়িয়ে দেয় | তারপর তার পিঠে একটি ব্যাগ আটকে দেয় | সেটি নিয়ে সারমেয় রওনা দেয় মলের উদ্দেশ্য |

দোকানদারের কাছে গিয়ে দাঁড়াতে তার পিঠ থেকে বের করা লিস্টের জিনিসগুলি চাপিয়ে দেয় সে | সেটি নিয়ে আবারও ফিরে আসে সে নিজের মালিকের বাড়িতে | করোন আক্রান্ত চিনে নিজেদের বাঁচাতে নতুন নতুন পদ্ধতি নিতে হচ্ছে নাগরিকদের | তার মধ্যে সংক্রমণ এড়াতে এই পদ্ধতি মন কেড়েছে আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) থেকে অসংখ্য নেটিজেনদের | যার জেরে সেরার শিরোপা পেলো এই টিকটক ভিডিও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.