তদন্তে করোনার উৎপত্তিস্থল, চিনে প্রতিনিধি পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নভেল করোনা ভাইরাসের সঠিক উৎপত্তিস্থলের তদন্ত করতে এবার চিনে প্রতিনিধি পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। দু’জনের একটি অ্যাডভান্স দল ইতিমধ্যে উড়ে গিয়েছে চিনের উদ্দেশে। শুক্রবার রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারীর ফলে গোটা বিশ্ব জুড়ে ৫ লক্ষ ৫০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। এই মারণ ভাইরাসের উৎপত্তি স্থল কোথায়, তা জানতে হু ইতিমধ্যে প্রতিনিধি পাঠিয়েছে।     

গত বছর মধ্য চিনের উহান প্রদেশের একটি পাইকারি বাজার থেকে প্রথম এই ভাইরাসের সংক্রমণের খবর মেলে। মনে করা হচ্ছিল, ওই বাজারের একটি পশুর মাংসের দোকান থেকে এই ভাইরাস মানব দেহে জড়িয়ে পড়ে। তবে তা সম্বন্ধে বিভিন্ন মহলে জল্পনা ছিল। এবং অনেক দেশই এর তদন্ত দাবি করে। সেইমতো তদন্ত শুরু করেছে হু। এ প্রসঙ্গে হু’র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, প্রাণী স্বাস্থ্য ও মহামারী বিশেষজ্ঞ দু’জনকে চিনে পাঠানো হয়েছে। তাঁরা চিনের বিজ্ঞানীদের সঙ্গে করোনার উৎপত্তির তদন্তের কাজ করবেন। তবে এখনই তাঁদের নাম প্রকাশ করা হবে না। তিনি আরও বলেন, “আমরা জানি এই ভাইরাসের সঙ্গে বাদুড়ের ভাইরাসের খুব মিল রয়েছে। কিন্তু এটি মধ্যবর্তী প্রজাতির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।” 

রাষ্ট্রসঙ্ঘের জেনেভায় মার্কিন প্রতিনিধি আন্দ্রে ব্রেম্বারগ বলেন, “করোনা কিভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল তার বৈজ্ঞানিক তদন্ত করছে হু। আমাদের সেই তদন্তের দিকে নজর থাকবে।” চিনকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “আমরা আশা করব যে চিনের কমিউনিস্ট পার্টি বৈজ্ঞানিক দলকে সমস্ত তথ্য, নমুনা দিয়ে সাহায্য করবেন। প্রসঙ্গত, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো দাবি করেছিলেন, চিনের একটি ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে ওই দাবির সপক্ষে তাঁরা কোনও যুক্তি দিতে পারেননি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.