পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-য় সীমান্ত পরিস্থিতি নিয়ে ফের দীর্ঘ সময়ের জন্য বৈঠক, আলোচনা করল ভারত ও চিন। ভারত ও চিনের মধ্যে ভারতীয় ভূখণ্ড চুশুলে, সামরিক স্তরে সপ্তম আলোচনা চলল ১১ ঘন্টারও বেশি সময় ধরে। সোমবার দুপুর বারোটা থেকে শুরু হয় সামরিক স্তরে আলোচনা, বৈঠক শেষ হয় সোমবার রাত ১১.৩০ মিনিট নাগাদ। সূত্রের খবর, এই বৈঠকেও কোনও সমাধান সূত্র মেলেনি। মনে করা হচ্ছে, ভারতীয় ভূখণ্ড থেকে চিনা ফৌজের সম্পূর্ণ পিছু হটার দাবি জানিয়েছে ভারত।
সূত্রের খবর, আগের ছ’টি আলোচনার মতোই সপ্তম বৈঠকেও সীমান্তে সেনা কমানোর বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে দু’পক্ষই নিশ্চিত, আসন্ন শীতে লাদাখ সীমান্তের সমস্যা মিটছে না। তাই দু’পক্ষই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যথাসম্ভব প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। সীমান্তের কাছে আধুনিক অস্ত্র, সরঞ্জাম, ব্যারাক, সৌরশক্তির ব্যবস্থাসম্পন্ন তাঁবু, চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসছেন চিনা সামরিক নেতৃত্ব। সেই মতো প্রস্তুতি নিচ্ছে ভারতও।