অকালেই মৃত্যু, প্রয়াত হলেন প্রখ্যাত সুরকার ও গায়ক ওয়াজিদ খান (Wajid Khan)। রবিবার গভীর রাত-সোমবার ভোররাতের মাঝামাঝি সময়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে (চেম্বুরের সুরানা হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে ওয়াজিদের বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়ান্টেড, দাবাং, এক থা টাইগার-এর মতো ছবির সুরকার ওয়াজিদ। বেশ কয়েক বছর আগেও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। সে বার সুস্থ হয়ে ফিরে এলেও এ বার পারলেন না।
ওয়াজিদের মৃত্যুর দুঃসংবাদ সর্বপ্রথম জানান সুরকার সেলিম মার্চেন্ট। সেলিম জানান, একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর। তাঁর কিডনির সমস্যা ছিল…প্রতিস্থাপনও হয়েছিল। সম্প্রতি কিডনি সংক্রমণ সম্পর্কে সে জানতে পারে। বিগত ৪ দিন ধরে ভেন্টিলেটরেই ছিল ওয়াজিদ, এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
ওয়াজিদের অকাল-প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গায়ক সোনু নিগম শোকপ্রকাশ করে লেখেন, ‘‘বন্ধু ওয়াজিদ আমায় ছেড়ে চলে গিয়েছে।’’ শোকপ্রকাশ করেছেন প্রিয়ঙ্কা চোপড়াও। ‘‘ওয়াজিদ ভাই, তোমার ওই হাসিটা খুব মিস করব। বড্ড তাড়া ছিল তোমার’’, লিখেছেন প্রিয়ঙ্কা। ওয়াজিদের আকস্মিক ভাবে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন গায়িকা সোনা মহাপাত্র, গায়ক সেলিম মার্চেন্ট, শঙ্কর মহাবেভান, গায়ক জাভেদ আলি-সহ আরও অনেকে।