মারণ ক্যান্সারের কাছে হেরেই গেলেন খ্যাতনামা বলিউড অভিনেতা ইরফান খান (Irfan Khan)। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা ইরফান খান (Irfan Khan)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে জীবন-যুদ্ধের লড়াই করছিলেন ইরফান খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার ইরফানকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসায় আর সাড়া দিলেন না ইরফান। অসংখ্য ভক্তদের শোকস্তব্ধ করে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা ইরফান খান।
সূত্রের খবর, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ইরফানের পাশে ছিলেন তাঁর স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলে।
মাত্র চার দিন আগেই ইরফানের মা জয়পুরে মারা যান। লকডাউন এবং নিজের অসুস্থতার কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। বেশ কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম‘ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু, এবার চিরদিনের জন্য বিদায় জানালেন ইরফান খান।
অভিনেতা ইরফান খানের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, ভারতীয় সিনেমা জগৎ। শোকপ্রকাশ করেছেন বিগ বি অমিতাভ বাচ্চন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ।
১৯৬৭ সালের ৭ জানুয়ারি জয়পুরে জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা ইরফান খান (Irfan Khan)। হিন্দি সিনেমার পাশাপাশি ব্রিটিশ ছবি এবং হলিউড সিনেমাতেও অভিনয় করেছিলেন ইরফান খান। স্লামডগ মেলিনিয়ার, জুরাসিক পার্ক প্রভৃতি সিনেমায় ইরফানের অভিনয় ছিল নজরকাড়া।