ধর্মেন্দ্রর নতুন খোলা ‘হি ম্যান’ ধাবাকে সিল করল কারনাল পৌরসভা

ধর্মেন্দ্রর নতুন খোলা ‘হি ম্যান’ ধাবাকে সিল করল কারনাল পৌরসভা

বলি জগতের অনেকেই অভিনয় জগত ছাড়া নিজের ফিল্মি কেরিয়ার অন্যান্য অনেক কিছুতেই লাক ট্রাই করছেন | সাফল্যো পেয়েছেন প্রশ্নাতীতভাবে | টুইঙ্কল খান্না থেকে দীপিকা পাড়ুকোন নিজের নিজের ব্যবসায় সফল | শোলে খ্যাত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) হোটেল ব্যবসায় বেশ সফল | ওনার ইনস্টাগ্রাম বা যে কোন অ্যাকাউন্ট লক্ষ্য করলে দেখা যায় যে ফার্মিংগার্ডেনিং এ অত্যন্ত আগ্রহী এই অশতিপর অভিনেতা |

তিনি নিজেও খুব গর্বের সঙ্গেই দাবি করেন যে তিনি চাষীর ছেলে | তাই এই কাজে তার কোন অনীহা নেই | খুলে ফেলেছিলেন একটি রেস্টুরেন্ট | গরম ধরম ধাবা (Garam Dharam Dhaba) নামে সেই ফুড চেনের সাফল্যের পরে ধর্মেন্দ্র আরেকটি থিম রেঁস্তোরা ফার্ম টু ফর্ক ,যার নাম দিয়েছেন হি ম্যান (He Man)| দিল্লির এক ব্যবসায়ীকে সেই রেঁস্তোরা চালাতে দেন তিনি |

হরিয়ানায় (Haryana) জাতীয় সড়ক ৪৪এর উপর কারনালের কাছে এই ধাবা ঘিরে বিতর্ক | পৌরসভার আইন মেনে এই রেঁস্তোরা হয়নি বলে জানানো হয় কারনাল পৌরসভার তরফে | রেঁস্তোরার মালিককে চিঠি পাঠিয়ে দেখা করতে বলার পরেও নাকি মোটেই সে দেখা করেনি | উপায় না দেখে অগত্যা কারনাল পৌরসভা থেকে এসে হি-ম্যান নামের সেই রেঁস্তোরা সিল করে দেয় |

প্রসঙ্গত চলতি বছরের ভ্যালেন্টাইন ডে -তে নিজেই ইনস্টা পোস্ট দিয়ে এই রেঁস্তোরা চালু করেন তিনি | লেখেন আমার প্রিয় ফ্যানদের আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই যে আমি নতুন একটি ফার্ম টু ফর্ক রেস্তোরা ভ্যালেন্টাইন ডে-র দিন সকাল ১০.৩০টা নাগাদ খুলতে যাচ্ছি | সেই পোস্টের নীচে শুভেচ্ছা বার্তায় ভরে যায় তার ফ্যানেদের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.