তৃণমূল বিধায়ক তথা ব্যবসায়ী জাকির হোসেনের অফিস ও কারখানায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অব্যাহত তল্লাশি অভিযান। মাঝে অবশ্য কিছু ক্ষণের জন্য বাড়ি এসেছিলেন প্রাক্তন মন্ত্রী। মঙ্গলবার বিকেল ৪টে থেকে কেন্দ্রীয় জিএসটি আধিকারিকদের ৮ সদস্যের প্রতিনিধি দল তল্লাশি অভিযান শুরু করেছিল।
জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পণ্য ও পরিষেবা কর ফাঁকি দেওয়ার অভিযোগে এই তল্লাশি অভিযান। জিএসটি আধিকারিকরা জাকিরের সংস্থার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথি। সূত্রের খবর, মোট আটটি জায়গায় চালানো হচ্ছে তল্লাশি। জানা গিয়েছে, এই তল্লাশির ফাঁকেই ১৫ মিনিটের জন্য নিজের বাড়িতে গিয়েছিলেন বিধায়ক। তার পর ফের ফিরে এসেছেন নিজের প্রোডাকশন হাউসে। বিধায়ক ঘনিষ্ঠদের দাবি, তদন্তে সহযোগিতা করছেন তিনি।
অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে জাকিরের বাড়িতে হানা দিয়েছিলেন আয়কর বিভাগের আধিকারিকেরা। উদ্ধার হয়েছিল প্রায় ৯ কোটি টাকা। তবে প্রাক্তন মন্ত্রীর দাবি ছিল, ওই টাকা কর্মীদের বেতন দেওয়ার জন্য। তিনি অভিযোগ তুলে বলেছিলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁকে কালিমালিপ্ত করা হচ্ছে।