যুবভারতীকাণ্ড: রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলের সদস্য চার থেকে বাড়িয়ে আট করার ভাবনা, গঠন হয়েছিল মঙ্গলবার

যুবভারতীকাণ্ডে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির পরামর্শ মেনে মঙ্গলবারই চার সদস্যের সিট গঠন করেছে রাজ্য পুলিশ। এ বার সেই সিটের সদস্য সংখ্যা চার থেকে বাড়িয়ে আট করার কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। গত শনিবার ফুটবল তারকা লিয়োনেল মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখবে বিশেষ ওই দল। অন্য দিকে, বুধবার যুবভারতীতে গিয়েছে ফরেন্সিক দলও। স্টেডিয়াম ঘুরে পড়ে থাকা জলের বোতল-সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে তারা। স্টেডিয়ামের ভাঙা জায়গা এবং একাধিক অংশের ছবি তুলেছেন ফরেন্সিক দলের সদস্যেরা। এর পর সব নমুনা খতিয়ে দেখা হবে।

যুবভারতীতে ভাঙচুরের ঘটনার তদন্তের জন্য মঙ্গলবারই সিট গঠন করা হয়েছে। চার সদস্যের সিট-এ রয়েছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুর পুলিশের কমিশনার মুরলীধর। এ বার শোনা যাচ্ছে, সিটের সদস্য সংখ্যা চার থেকে বাড়িয়ে আট করা হতে পারে। ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকও সিটে থাকবেন বলে খবর।

এর আগে যুবভারতীকাণ্ডে তদন্ত কমিটি গড়েছিলেন মুখ্যমন্ত্রী। কমিটিতে ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব প্রমুখ। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন সেই কমিটি সোমবার রাতে প্রাথমিক রিপোর্ট পেশ করে। কমিটির সদস্যদের মতে, মেসির কলকাতা সফরের বিষয়টি দেখাশোনার দায়িত্বে ছিল পুলিশ ও ক্রীড়া দফতর। তাঁরা দায়িত্ব এড়াতে পারেন না। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটির তরফে সংশ্লিষ্ট কর্তাদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা দুই দফতরের।

ঘটনার দিন পুলিশ বা ক্রীড়া দফতরের কারা দায়িত্বে ছিলেন, সফর নিয়ে আগে থেকে কী কী পরিকল্পনা করা হয়েছিল, তা-ও জানতে চাওয়া হয়েছে ওই রিপোর্টে। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে অসীম জানান, ঘটনায় সিট গঠন করে তদন্তের সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশ মতোই মঙ্গলবার রাতে গড়া হয় সিট। পাশাপাশি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর পুলিশের কমিশনার অনীশ সরকারকে শো কজ় করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ক্রী়ড়া ও যুববিষয়ক দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশকেও শো কজ় করা হয়। অপসারণ করা হয় যুবভারতীর সিইও তথা অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস দেবকুমারকে।

বুধবার সকাল পৌনে ১০টা নাগাদ ফের যুবভারতীতে গিয়েছে তদন্তকারী দল। ঘটনাস্থল পরিদর্শনের পর স্টেডিয়াম লাগোয়া বিধাননগর কমিশনারেটের অফিসে যায় তারা। কিছু ক্ষণ সেখানে থাকার পর বেরিয়ে যায় তদন্তকারী দল। ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ধরপাকড় চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.