শ্লীলতাহানি করতে লুকিয়ে এক মহিলার ঘরে ঢুকেছিল যুবক। কিন্তু খুটখাট আওয়াজে ও অস্বস্তিতে যেই ওই মহিলা ও তাঁর স্বামী ঘুম থেকে জেগে যান, ওমনি ভয়ের চোটে সেখানেই প্রস্রাব করে ফেলেন ওই যুবক!
তাজ্জব করা এই ঘটনা ঘটেছে সিঙ্গাপুরে। অভিযুক্ত যুবক ভারতীয় বলে জানা গিয়েছে। তাকে ৭ মাসের কারাবাসের সাজা শুনিয়েছে সিঙ্গাপুরের আদালত। অভিযোগ, অভিযুক্ত ২৬ বছরের যুবক এরাক্কোদান অবিনরাজ তার প্রতিবেশী ৩৬ বছরের এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। ওই মহিলা যখন তাঁর বেডরুমে স্বামীর সঙ্গে ঘুমাচ্ছিলেন, তখনই বারান্দা দিয়ে লুকিয়ে ঘরের ভিতর ঢোকে অবিনরাজ।
মহিলাকে ঘুমন্ত অবস্থায় দেখে, তাঁর অন্তর্বাস স্পর্শ করে। ওই মহিলাকে আপত্তিকরভাবে ছোঁয়ারও চেষ্টা করে। তখনই ঘুম থেকে জেগে যান ওই মহিলা। ঘুম ভেঙে উঠেই অবিনরাজ দেখে চিৎকার করে ওঠেন ওই মহিলা। স্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে যায় স্বামীরও। তিনিও উঠে পড়েন ঘুম থেকে। তিনি ঘুম থেকে উঠে টর্চ জ্বালতেই, ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ওই যুবক। ধরা পড়ে যাওয়ার ভয়ে তখনই ঘরের মধ্যেই প্রস্রাব করে ফেলে ওই যুবক।