সচরাচর ক্রিকেটাররা ব্যাট বা বল হাতে নিজেদের পারফর্ম্যান্স দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করান। তবে বিরাট কোহলি এশিয়া কাপের আগে ঘুরিয়ে মুখেই জবাব দিলেন তাঁর দিকে আঙুল তোলা বিশেষজ্ঞদের।
আড়াই বছরেরও বেশি সময় ধরে বিরাটের ব্যাটে সেঞ্চুরির দেখা নেই। সম্প্রতি বড় রানেও পাচ্ছেন না তিনি। বাধ্য হয়েই গত কয়েকটা সিরিজে মাঠের বাইরে থাকার সিদ্ধান্ত নেন কোহলি। সমালোচকরা দাঁত-নখ বার করার এমন সুযোগ হাতছাড়া করতে চাননি। রংচটা কোহলিকে বাদ দেওয়ার দাবি পর্যন্ত তুলে ফেলেন তাঁরা। এবার কোহলি প্রচ্ছন্নভাবে মোক্ষম জবাব দিলেন তাঁকে নিয়ে নেতিবাচক কথাবার্তা বলা সমালোচকদের।
স্টার স্পোর্টসের গেম প্ল্যান শোয়ে কোহলি স্পষ্ট জানান যে, যোগ্যতা না থাকলে আন্তর্জাতিক কেরিয়ার এতদূর টেনে নিয়ে যাওয়া যায় না। তাঁর কথায়, ‘আমি জানি আমার খেলা কোন অবস্থায় রয়েছে। পরিবেশ পরিস্থিতির মোকাবিলা করতে পারার, ভিন্ন ধরণের বোলিং আক্রমণের পালটা দিতে পারার ক্ষমতা না থাকলে নিজের আন্তর্জাতিক কেরিয়ারকে এতদূর টেনে নিয়ে আসা যায় না।’
কোহলিকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন, টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শস্ত্রী মনে করেন যে, বিরাট এক ঝটকায় সব সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পারেন। তার জন্য শুধু একটি কাজই করতে হবে কোহলিকে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেই বাকি টুর্নামেন্টে কোহলিকে নিয়ে আর কেউ মুখ খুলবেন না বলে ধারণা শাস্ত্রীর।
স্টার স্পোর্টস আয়োজিত সাংবাদিক সম্মেলনে কোহলিকে নিয়ে শাস্ত্রী বলেন, ‘ও (বিরাট) অনেক শান্ত মনে মাঠে ফিরবে। কারণ, উত্তেজনাটা এখন কেটে গিয়েছে। তুমি খেলা থেকে দূরে ছিলে। এবার সুর ধারানোর সময়। (এশিয়া কাপের) একেবারে প্রথম ম্যাচেই যদি ও পঞ্চাশ করতে পারে, বাকি টুর্নামেন্টের জন্য সবার মুখ বন্ধ হয়ে যাবে। অতীতেও এমনটা দেখা গিয়েছে। আগে কী ঘটেছে, সে সব এখন অতীত। মানুষ খুব বেশিদিন কিছু মনে রাখে না।’