উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি জমি জবরদখল করে তৈরি হওয়া মসজিদ ও মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। দীপা সরাই এলাকায় রবিবার গভীর রাতে একাধিক গ্রামে অভিযান চালানো হয়। একাধিক মসজিদ ও মাদ্রাসা সহ যাবতীয় অবৈধ নির্মাণ ভেঙ্গে দেয় প্রশাসন।
সম্ভলে শাহী মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহার মন্দির ভেঙে তৈরি হয়েছিল, এই দাবিকে কেন্দ্র করে মামলা চলছে আদালতে। এই নিয়ে হিংসাও ছড়িয়েছিল এলাকায়। তার জন্যেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে অবৈধ মসজিদ ও মাদ্রাসা গুঁড়িয়ে দিল যোগী প্রশাসন। জানাগেছে, প্রশাসন পৌঁছানোর আগেই অনেকে নিজেরাই অবৈধ নির্মাণ ভেঙ্গে দিয়েছে। এই ঘটনাকে আইনের শাসনের সাফল্য বলেই দাবি করেছে স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা।
এছাড়াও বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান চালায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা, গোটা অপারেশনে নেতৃত্ব দেন জেলা শাসক এবং এসপি।
সম্ভলে সম্প্রতি সাম্প্রদায়িক হিংসার ঘটনার পর বড় পরিসরে ধরপাকড় শুরু করেছে উত্তর প্রদেশ পুলিশ।চলছে হিংসায় অভিযুক্তদের বাড়িতে বুলডোজার অভিযান। এর মধ্যে স্থানীয় অবৈধ নির্মাণ মসজিদ ও মাদ্রাসা ভেঙ্গে দিল প্রশাসন।
এদিকে শাহী মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙ্গে তৈরি হয়েছে, হিন্দুদের এই দাবির বিরুদ্ধে সরব হয়েছে শাহী মসজিদ কমিটি।

