উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিমানে যান্ত্রিক গোলযোগ। বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয়েছে আগরা বিমানবন্দরে। বুধবার দলের একটি অনুষ্ঠানে আদিত্যনাথ আগরায় গিয়েছিলেন। সেখান থেকে লখনউতে ফেরার পথে তাঁর বিমানে গোলমাল হয়। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সুস্থ আছেন। তাঁর কোনও আঘাত লাগেনি।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগরার অনুষ্ঠান শেষে লখনউয়ের বিমানে উঠেছিলেন আদিত্যনাথ। বিমানটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই ব্রেকে গোলমাল ধরা পড়ে। পাইলট ওই অবস্থায় বিমানটি উড়িয়ে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চাননি। ফলে আবার তা আগরা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। সেখানে জরুরি অবতরণের পর আদিত্যনাথকে অন্য একটি বিমানে করে লখনউতে পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে আদিত্যনাথের হেলিকপ্টার জরুরি অবতরণ করেছিল। ২০২২ সালের জুন মাসে বারাণসী থেকে লখনউ যাওয়ার পথে পাখির সঙ্গে ধাক্কা খায় তাঁর কপ্টার। সে বারও জরুরি অবতরণ করানো হয়েছিল কপ্টারটিকে। পরে একটি বিমানে চড়ে তাঁকে লখনউতে ফিরতে হয়েছিল।
উত্তরপ্রদেশে আদিত্যনাথের বিজেপি সরকার সম্প্রতি আট বছর সম্পূর্ণ করেছে। সেই উপলক্ষেই আগরায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর আমলে রাজ্যে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, সে কথা জানান আদিত্যনাথ। সেই সঙ্গে আগরার মঞ্চ থেকে বিরোধী কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকেও আক্রমণ করেছেন তিনি। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিরোধীরা। যে কোনও উন্নয়নমূলক কাজের বিরোধিতা করা হচ্ছে। রাজ্যের যুবসমাজ, কৃষকদের সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।