বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর ৫ নৌ ডেট ব্যারাকপুর সোমবার ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয় প্রাঙ্গণে পরিবেশ সচেতনতা বিষয়ে বিভিন্ন ক্রিয়াকলাপের আয়োজন করে।
বিশ্ব পরিবেশ দিবসের কার্যক্রমের অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনীর এই ইউনিট প্রথমেই নৌবাহিনী এবং ডিএসসি উভয় ইউনিটের কর্মীদের দ্বারা গান্ধী সংগ্রহালয়ের আভ্যন্তরীন প্রাঙ্গনে স্বচ্ছতা অভিযানের মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার করার মতো বেশ কয়েকটি কার্যক্রম নেয়। পরিবেশ রক্ষার্থে বিশেষ দিনটিকে স্মরণ করে ব্যারাকপুরস্থিত ভারতীয় নৌবাহিনীর ৫ নৌ ডেট-এর অফিসার কমান্ডিং, কমান্ডার, গান্ধী সংগ্রহালয়ের অধিকর্তা-সম্পাদক সহ সংগ্রহালয়ের সকল কর্মীবৃন্দ ও নৌবাহিনীর উক্ত ইউনিটের সকল কর্মীবৃন্দ সম্বলিতভাবে ভবিষ্যতের পরিবেশকে সবুজায়নে ভরিয়ে তোলবার প্রয়াসে বেশ কিছু চারা গাছের প্রতিপালন, সংগ্রহালয় প্রাঙ্গনে বিভিন্ন ফুল ও ফলধারী গাছের চারা রোপণ করে।
অঞ্চলের বিভিন্ন মহিলারাও তাদের ছোট ছোট সন্তানদের সহযোগে পরিবেশ সচেতনতামূলক এই কাজে অত্যন্ত উৎসাহ সহকারে আজ একত্রে হাত মেলান নৌবাহিনীর সকল সদস্যদের সঙ্গে। উপস্থিত শিশুদের মনে ছোট থেকেই পরিবেশ রক্ষার বিষয়ে দায়িত্ববোধ জাগ্রত করবার লক্ষ্যে তাদের জন্য পরিবেশ ভাবনার বিষয়ে আয়োজন করা হয় ছবি আঁকার মত সচেতনতামূলক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শেষে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে গান্ধী সংগ্রহালয় কর্তৃপক্ষ এবং ব্যারাকপুরের ভারতীয় নৌবাহিনীর ৫ নৌ ডেট একে অপরের সাথে স্মারক বিনিময় করে।