Woman Slapped | Eve Teasing | পরপর ১৪ চড়! হেনস্থা করায় যুবককে সবক শেখালেন মহিলা

 কঙ্কনা সেন শর্মা অভিনীত একটি সিনেমা কিছু বছর আগে রিলিজ করেছিল। প্রচুর পুরস্কার এবং প্রশংসা পেয়েছিল এই ছবি। এই ছবির নাম ছিল ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা।’ বোরখা পরা নারীদের এই সমাজ এতদিন দূর্বল বা পিছিয়ে পড়াই ভেবে এসেছে। কিন্তু বোরখার তলায় থাকে দুটো শক্ত হাত। বোরখার আড়ালে যেমন লিপস্টিক পরে, লিপস্টিক পরার সাধ হয়, তেমনই দুটো হাত দিয়ে, সমাজের খারাপ দূর করার ক্ষমতা রাখেন মহিলারা।

 এরকমই এক ঘটনার সাক্ষী থাকল কানপুরের বেকানগঞ্জ মার্কেট। সোশ্যাল মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে বোরখা পরিহিতা এক নারী, এক যুবককে পরপর ১৪ টা থাপ্পড় মারছেন ভরা বাজারে, তাকে হেনস্থা করার জন্য। পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক এই ঘটনার ভিডিও করে সমাজ মাধ্যমে দিয়েছেন। যুবকটি পরে মহিলার পা ধরে ক্ষমা চেয়েছেন কিন্তু মহিলা তখনও তাঁকে, কৃতকর্মের উপযুক্ত শাস্তি দিচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম আদনান, তার বাবার নাম আব্দুল মাবুদ। কানপুরের বাজারিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত তার বাড়ি। 

অভিযুক্তের পরিবার থেকে জানা গিয়েছে, ছেলেটি মানসিক ভারসাম্যহীন এবং তার চিকিৎসা চলছে। যদিও পুলিশ অভিযুক্তের বাড়ির কথায় ভরসা করেনি। আনোয়ারগঞ্জ–এর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.