1/10এবারের শীতকালীন অলিম্পিক্সে ভারতের একমাত্র প্রতিযোগী হলেন কাশ্মীরের আলপাইন স্কিয়ার আরিফ খান।
2/10আরিফ দু’টি ইভেন্টের যোগ্যতা অর্জন করেছেন। তিনি বেজিং উইন্টার অলিম্পিক্সের স্ল্যালম ও জায়ান্ট স্ল্যালম ইভেন্টে লড়াই চালাবেন তিনি।3/10আরিফের ইভেন্ট দু’টি অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ ফেব্রুয়ারি।4/10একমাত্র প্রতিযোগী হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বোধনী মার্চ পাস্টে ভারতের পতাকা বাহক ছিলেন তিনিই।5/10ভারত এবার একজন কোচ, টেকনিশিয়ান ও টিম ম্যানেজার-সহ মোট ৬ জনের দল পাঠিয়েছে শীতকালীন অলিম্পিক্সে।6/10চিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আমেরিকা, ব্রিটেন-সহ বেশ কয়েকটি দেশ শীতকালীন অলিম্পিক্স ডিপ্লোম্যাটিক বয়কটের পথে হেঁটেছে।7/10গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে আহত পিপলস লিবারেশন আর্মির রেজিমেন্টাল কমান্ডারকে চিন মশাল বাহকের দায়িত্ব দেওয়ায় ভারতও শীতকালীন অলিম্পিক্স কূটনৈতিক-ভাবে বয়কট করেছে।8/10ভারতের কোনও রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।9/10অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত সোনাজয়ী অভিনব বিন্দ্রা আরিফকে শীতকালীন অলিম্পিক্সে দেশের পতাকা বহন করতে দেখে সোশ্যাল মিডিয়ায় আবেগ প্রকাশ করেন।10/10নীরজ চোপড়া ইতিমধ্যেই আরিফকে সমর্থনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।