হেডকে আউট করে কেন উত্তেজিত হয়েছিলেন সিরাজ, কী বলেছিলেন অসি ব‍্যাটার?

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ১৪০ রান করে ভারতকে চাপে ফেলে দিয়েছেন মহম্মদ সিরাজ। তাঁর ব্যাটে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। শতরানকারী হেডকে আউট করে উত্তেজিত অঙ্গভঙ্গি করেছেন মহম্মদ সিরাজ। এই কাজের জন্য সিরাজকে বিদ্রুপের মুখে পড়তে হয়েছে। ভারতীয় পেসারের কাজে অখুশি সুনীল গাওস্করও।

১৪১ বলে ১৪০ রান করেছেন হেড। দ্বিতীয় নতুন বলে সিরাজের একটি ইয়র্কারে বোল্ড হন তিনি। অস্ট্রেলিয়ার ব্যাটার আউট হয়ে ফেরার পথে সিরাজকে কিছু বলেন। তখন ভারতীয় পেসার উত্তেজিত অঙ্গভঙ্গি করেন। মুখেও কিছু বলেন তিনি। পাল্টা হেডকেও কিছু বলতে দেখা যায়। বোঝা যায়, সিরাজের আচরণে খুশি হননি তিনি।

পরে দিনের খেলা শেষে হেড জানান, তিনি সিরাজকে খারাপ কিছু বলেননি। কিন্তু সিরাজ তা বুঝতে পারেননি। হেড বলেন, “আমি ওকে বলি, ভাল বল করেছো। কিন্তু সিরাজ ভাবে আমি খারাপ কিছু বলেছি। তাই সিরাজ ও রকম অঙ্গভঙ্গি করে। আমিও পাল্টা জবাব দিয়েছি। ও যেটা করেছে সেটা আমার খারাপ লেগেছে। তবে ও যদি ভাবে এ ভাবেই খেলবে তা হলে আমার কোনও সমস্যা নেই।”

সিরাজের ওই অঙ্গভঙ্গি ভাল ভাবে নেননি অ্যাডিলেডের সমর্থকেরা। তাঁর পরের বলগুলিতে তাঁকে বিদ্রুপ করেন তাঁরা। সিরাজ যখন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন তখনও তাঁকে বিদ্রুপ করেন সমর্থকেরা। সিরাজ নিজেই এই কাজের জন্য দায়ী, এমনটাই জানিয়েছেন গাওস্কর। তিনি বলেন, “সিরাজ বিনা কারণে এটা করল। এমন নয় যে হেড ৪ বা ৫ রান করে আউট হয়েছে। তা হলে বুঝতাম। কিন্তু ১৪০ করা এক জনকে আউট করে ওর ও ভাবে অঙ্গভঙ্গি করা উচিত হয়নি। হেড অ্যাডিলেডের স্থানীয় ক্রিকেটার। সিরাজ যদি শতরানের জন্য ওকে শুভেচ্ছা জানাত তা হলে গোটা স্টেডিয়াম ওকে সম্মান জানাত। কিন্তু ও যেটা করেছে তার জন্য ওকে বিদ্রুপের মুখে পড়তেই হত।”

অ্যাডিলেডে এই প্রথম কারও সঙ্গে বচসায় জড়াননি সিরাজ। প্রথম দিন মার্নাশ লাবুশেনের শট ধরে তাঁর দিকে পাল্টা ছুড়ে দিয়েছিলেন তিনি। তাতে লাবুশেনও খুশি হননি। এ বার হেডকেও চটিয়ে দিলেন ভারতীয় পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.