পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পরবর্তী স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে জল্পনা চরমে। বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের অবসরের দিন (৩১ জানুয়ারি) ঘনিয়ে এলেও এখন পর্যন্ত উত্তরসূরির নাম চূড়ান্ত হয়নি। তবে আইনি জটিলতা কাটিয়ে ক্যাটের নির্দেশে গত বুধবার আট জন সিনিয়র আইপিএস অফিসারের নামের একটি প্যানেল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর কাছে পাঠিয়েছে রাজ্য সরকার।
তালিকায় নাম রয়েছে যাঁদের
ডিজি নিয়োগের বিধি অনুযায়ী, যে আটজন সিনিয়র আইপিএস-এর নাম প্রস্তাব করা হয়েছে, তাঁরা হলেন: ১. রাজীব কুমার (বর্তমান ভারপ্রাপ্ত ডিজি) ২. রাজেশ কুমার (মামলাকারী আইপিএস) ৩. রণবীর কুমার ৪. দেবাশিস রায় ৫. অনুজ শর্মা ৬. জগমোহন ৭. এন রমেশ বাবু ৮. সিদ্ধিনাথ গুপ্ত
নিয়োগ প্রক্রিয়া ও ইউপিএসসি-র ভূমিকা
সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যকে সিনিয়র আইপিএস-দের তালিকা পাঠাতে হয় ইউপিএসসি-র কাছে। সেখান থেকে তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকা (প্যানেল) পুনরায় রাজ্যের কাছে পাঠানো হয়। রাজ্য সরকার সেই তিনজনের মধ্য থেকেই একজনকে স্থায়ী ডিজি হিসেবে বেছে নেয়।
আগামী ২৮ জানুয়ারি ইউপিএসসি-র ‘এমপ্যানেলমেন্ট কমিটি’ এই প্রস্তাবিত নামগুলি নিয়ে বৈঠকে বসবে। ২৯ জানুয়ারি চূড়ান্ত তিনজনের নাম রাজ্যের কাছে পৌঁছানোর কথা রয়েছে।
রাজীব কুমারকে নিয়ে জল্পনা
বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের বিদায় সংবর্ধনার দিন আগামী ২৮ জানুয়ারি ধার্য হলেও, প্রস্তাবিত তালিকায় তাঁর নাম থাকা নিয়ে নতুন করে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে সরকারি আধিকারিকদের মতে, বিধি অনুযায়ী মনোজ মালবীয়র অবসরের সময় যাঁরা জ্যেষ্ঠ তালিকায় ছিলেন, তাঁদের নাম পাঠানো বাধ্যতামূলক। সেই কারণেই রাজীব কুমারের নাম তালিকায় রয়েছে, এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে কি না তা এখনও স্পষ্ট নয়।
রাজেশ কুমারের মামলা ও ক্যাটের নির্দেশ
১৯৯০ ব্যাচের আইপিএস রাজেশ কুমার নিজেকে ‘বঞ্চিত’ দাবি করে ক্যাটের দ্বারস্থ হয়েছিলেন। বর্তমানে তিনি গণশিক্ষাপ্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব পদে রয়েছেন। তাঁর মামলার প্রেক্ষিতেই ট্রাইবুনাল নির্দেশ দেয় যে, ২৩ জানুয়ারির মধ্যে নামের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠাতে হবে। রাজ্য সেই সময়সীমার মধ্যেই নামের প্যানেল দিল্লিতে পাঠিয়েছে।
আলোচনার কেন্দ্রে যে নামগুলি
প্রশাসনিক সূত্রের খবর, স্থায়ী ডিজি পদের দৌড়ে তিনটি নাম নিয়ে বিশেষ আলোচনা চলছে:
- পীযুষ পাণ্ডে: বর্তমানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছেন, প্রাক্তন এসপিজি অফিসার।
- রাজেশ কুমার: মামলাকারী জ্যেষ্ঠ আইপিএস।
- রণবীর কুমার: সিনিয়র আইপিএস অফিসার।
তবে নবান্ন শেষ পর্যন্ত ইউপিএসসি-র পাঠানো প্যানেল থেকে কাকে বেছে নেবে, তা জানতে ৩১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ট্রাইবুনালের স্পষ্ট নির্দেশ, প্যানেল হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব স্থায়ী ডিজি নিয়োগ সম্পন্ন করতে হবে।

