মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে? স্থির করবে বিজেপিই, পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দিলেন একনাথ শিন্ডে

‘গোসা’ করে নয়, বিশ্রাম নিতে সাতারায় নিজের গ্রামের বাড়িতে গিয়েছেন। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত নেবে বিজেপি এবং তাতে পূর্ণ সমর্থন থাকবে তাঁর, জানালেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রবিবার তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিবসেনা (উদ্ধব শিবির) নেতা আদিত্য ঠাকরের কটাক্ষ, নির্বাচনের ফল ঘোষণার সাত দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে পারেনি মহাজুটি শিবির। এ ভাবে আসলে মহারাষ্ট্রের মানুষকেই ‘অপমান’ করা হচ্ছে।

২৩ নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ২৮৮টি আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়েছে মহাজুটি। বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন। যদিও মুখ্যমন্ত্রী কে হবেন, এখনও পর্যন্ত তা ঘোষণা করেনি মহাজুটি। এই আবহে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাতারায় চলে গিয়েছেন শিন্ডে। তার পরেই কানাঘুষো শুরু হয়েছে যে, মহাজুটির অন্দরে ভাঙন ধরেছে। এর মধ্যে রবিবার শিন্ডে বললেন, ‘‘এই সরকার মানুষের সরকার। আমি নিজের ভূমিকা স্পষ্ট করেছি। মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওঁরা (বিজেপি বিধায়কেরা) সোমবার বৈঠকে বসছেন। তার পরে সিদ্ধান্ত হবে। চিন্তা করবেন না।’’

এর পরেই তাঁর সাতারা-যাত্রা নিয়ে জল্পনাও উড়িয়ে দিয়েছেন শিবসেনা প্রধান শিন্ডে। তিনি দাবি করেছেন, নির্বাচনের পরে বিশ্রাম নিতেই নিজের গ্রামে এসেছেন। তাঁর কথায়, ‘‘আমি সব সময়েই আমার গ্রামে আসি। আমি গত সপ্তাহেই নিজের বক্তব্য স্পষ্ট করেছি। তার পরেও এত কথা হচ্ছে কেন? আমি বলে দিয়েছি, মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপি যে সিদ্ধান্ত নেবে, আমি তাকে সমর্থন করব। শিবসেনা সেই সিদ্ধান্ত সমর্থন করবে।’’

মহারাষ্ট্রে বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, আগামী বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে মহাজুটি সরকার শপথ গ্রহণ করবে। তবে মুখ্যমন্ত্রী পদে কে বসতে চলেছেন, তা এখনও বিজেপির তরফে স্পষ্ট করা হয়নি। যদিও পাল্লা ভারী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের দিকে বলে সূত্রের খবর।

এখনও পর্যন্ত মহাজুটি সরকারের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়নি বলে সমালোচনা শুরু করেছে বিরোধীরা। সদ্যনির্বাচিত বিধায়ক আদিত্য এক্স (সাবেক টুইটার)-এ কটাক্ষ করে লিখেছেন, বিজেপি নেতৃত্বাধীন জোটের কাছে মহারাষ্ট্রের কোনও গুরুত্ব নেই। বিরোধীরা যদি এই নির্বাচনে জয়ী হত, তা হলে এত দিনে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হত। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি না জানিয়ে বিজেপি শপথগ্রহণের দিন ঘোষণা করেছে। এই বিষয়টিকে ‘নৈরাজ্য’ বলে জানিয়েছেন উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.