নির্বাচনের আগে একেবারে ঢালাও প্রতিশ্রুতি। আর নির্বাচন জিতে গেলেই সেই প্রতিশ্রুতি পালন করে না একাধিক রাজনৈতিক দল। এটা আকছারই হয়ে থাকে দেশজুড়ে। এদিকে সেই প্রতিশ্রুতি পালন না করা নিয়েই বিজেপির বিরুদ্ধে মামলা করেছিলেন খুরশিদ এস রহমান নামে এক ব্যক্তি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি পালন করেননি অমিত শাহ, এই অভিযোগ তুলে মামলা করেছিলেন ওই ব্যক্তি। সেই মামলার পরিপ্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, কোনও রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহার তাদের পলিসি, দৃষ্টিভঙ্গি, প্রতিশ্রুতি, শপথ এগুলোর উপর নির্ভর করে। এটা কোনও বাঁধাধরা নিয়মের মধ্যে পড়ে না। এটা আদালতের মাধ্যমে বেধে রাখা সম্ভব নয়। যদি এই প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ হয় তবে তা নিয়ে কোনও জরিমানা করার ব্যবস্থা করাও সম্ভব নয়। জানিয়েছে আদালত।
এদিকে নিম্ন আদালতে আবেদনকারীর আবেদন আগেই নাকচ করে দেওয়া হয়েছিল। পরে এলাহাবাদ আদালতে আবেদন করা হয়। এদিকে আবেদনকারী আইনজীবী আদালতে জানিয়েছেন, যথাযথ গুরুত্ব না দিয়েই আবেদন নাকচ করা হয়েছে নিম্ন আদালতে। এদিকে উচ্চ আদালত জানিয়েছে, বিচারবিভাগীয় দৃষ্টিভঙ্গি প্রয়োগ না করেই নিম্ন আদালত পদক্ষেপ নিয়েছে এটা বলা যাবে না।