আবহাওয়া দফতরের পূর্বাভাস হল আজ থেকে বদলে যাবে আবহাওয়া। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হবে ঝড়বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। -তথ্য-অয়ন ঘোষাল
2/5
জেলায় জেলায় মেঘলা আকাশ

সকাল থেকে জেলায় জেলায় আকাশ মেঘলা, তাপমাত্র কমেছে অনেকটাই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস হল সকালেই দক্ষিণের ৩ জেলায় হবে বৃষ্টি। -তথ্য-অয়ন ঘোষাল
3/5
আগামী ২ ঘণ্টায় বৃষ্টি

আবহাওয়া দফতরের সকালের বুলেটিনে বলা হয়েছে আগামী ২ ঘণ্টার মধ্যে দক্ষিণের ৩ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্য়ুত্। -তথ্য-অয়ন ঘোষাল
4/5
কোথায় বৃষ্টি

কোন কোনও জেলায় এক প্রভাব পড়বে? বলা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম ভাসবে বৃষ্টিতে। বজ্রবিদ্যুতের কারণে সাধারণ মানুষকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। -তথ্য-অয়ন ঘোষাল
5/5
কতদিন চলবে দুর্যোগ
