চলতি উইকেন্ডে কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী ৪-৫ দিনে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
রাত ও দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের সামান্য নিচে। আজ বুধবার থেকে চড়চড় করে পারদ বৃদ্ধি হবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া।
কাল বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। পরশু শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের ৩ জেলায়। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার ও সোমবার শুধু দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা
দিন ও রাতের পারদ উত্থান। তাও দুটি তাপমাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিকের সামান্য নিচে। আজ থেকে লক্ষ্যনীয় পারদ উত্থান। সপ্তাহের শেষে কলকাতার পারদ ৩৬ স্পর্শ করতে পারে।
পরিসংখ্যান
রাতের তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪১ থেকে ৯২ শতাংশ।
কলকাতায় সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া ফিরবে! স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে শহরের পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আকাশ পরিষ্কার থাকবে। আগামী ৪/৫ দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।