বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। বৃষ্টি পাবে কলকাতা। পূর্বাভাস হওয়া অফিসের। আজ সকাল থেকেই জেলায় জেলায় আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ। বিকেলের দিকে বৃষ্টির সম্ভবনা।
উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘুনাবর্ত সক্রিয়। এর টানেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। জলীয় বাষ্পের কারণে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
*দক্ষিণবঙ্গ*
আজ কলকাতায় ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। পশ্চিমের জেলাগুলোর দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদে।
*সোমবার থেকে বৃষ্টি*
আজকের পর শনি রবি বিরতি দিয়ে সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝরো বাতাসের সঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টি।
কাল শনি ও পরশু রবিবার বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দু এক জেলাতে। বৃষ্টি বাড়তে পারে সোমবার। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
*উত্তরবঙ্গ*
উত্তরবঙ্গে মালদা জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে হালকা ঝড়ো হাওয়া। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে উত্তরবঙ্গে। সোমবার এবং মঙ্গলবার দুদিনই উত্তরবঙ্গের আর জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির সঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
*কলকাতা*
সকালে আংশিক এবং বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ। বিকেলের দিকে বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস। দিন ও রাতের তাপমাত্রায় আপাতত খুব বেশি উত্থান পতন নেই।
*পরিসংখ্যান*
কাল রাতের তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫০ থেকে ৯২ শতাংশ।