ব্যাঙ্ককে গিয়েছিলেন সুস্থ অবস্থায়, মুম্বই ফিরলেন হুইলচেয়ারে! হঠাৎ কী ভাবে আহত হলেন অরুণা

একদা বলিউডের লাস্যময়ী অভিনেত্রী। সত্তরের দশকে ক্যাবারে নৃত্যে পারদর্শী। পরবর্তী কালে বয়স বাড়ার সঙ্গে অরুণা ইরানিকে একাধিক নায়কের মায়ের চরিত্রে দেখা গিয়েছে। বেশ কয়েক বছর হল তিনি অভিনয় থেকে দূরে। বয়স প্রায় ৭৮ ছুঁয়েছে। সপ্তাহ দুয়েক আগেই অভিনেত্রী ব্যাঙ্ককে গিয়েছিলেন। কিন্তু মুম্বই বিমানবন্দরে যখন নামলেন, তখন তাঁর চোখেমুখে ক্লান্তি, যন্ত্রণার ছাপ স্পষ্ট। হুইলচেয়ার চেপে বিমানবন্দর থেকে ফিরলেন, পায়ের পাশে রাখা ক্রাচ।

সম্প্রতি থাইল্যান্ডের ব্যাঙ্ককে পড়ে গিয়ে আহত হন তিনি। দুর্ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। সেখানে সপ্তাহখানেক বিশ্রামের পর এখন তিনি মুম্বই ফিরে এসেছেন। একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রথম অরুণাকে হুইলচেয়ারে এবং ক্রাচে ভর করে থাকতে দেখা গিয়েছে। ভিডিয়োয় বোঝাই যাচ্ছে, তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করছেন।

ওই ইনস্টাগ্রামের পাতায় অভিনেত্রী প্রসঙ্গে লেখা হয়, ‘‘প্রায় দুই সপ্তাহ আগে ব্যাঙ্ককে পড়ে গিয়েছিলেন অরুণা। চিকিৎসার পর অভিনেত্রীকে হুইলচেয়ার এবং ক্রাচের সাহায্যে হাঁটতে বলা হয়। কিছু দিন বিশ্রাম নেওয়ার পর তিনি ভারতে ফিরে আসেন। আসলে ব্যথায় ভুগছিলেন, কিন্তু এখন মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.